হাজার বাইক ও কয়েক হাজার অনুগামীদের নিয়ে নারায়ণপুরে কাইজারের প্রতিবাদ সভা

স্নেহাশিষ মুখার্জি : মালদা জেলার খেটে খাওয়া মজুর আফরাজুলের  নৃশংস হত্যাকান্ডকে তীব্র প্রতিবাদ জানিয়ে নারায়ণপুরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় | প্রায় ১০০০ বাইক নিয়ে ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার অনুগামীদের নিয়ে মিছিল করতে করতে উপস্থিত হন ভাঙরের ১ নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ | এদিনের এই প্রতিবাদ সভা থেকে এই ঘটনার তীব্ৰ নিন্দা জানিয়ে কাইজার বলেন  ধর্মান্ধতায় অন্ধ হয়ে আফরাজুলকে যে বা যারা হত্যা করেছে তাঁরা নিজেদেরকে মোটেই আড়াল করতে চায়নি বরং সেই হত্যার নৃশংস দৃশ্য ভিডিও করে জনসমক্ষে প্রচার করে ত্রাস সৃষ্টি করে দেশবাসীকে চাপে রাখতে চেয়েছে  | কেন্দ্রে শাষিত বিজেপির আমলে দলিত, আদিবাসি ও নিরীহ মুসলিম হত্যা থেকে নোট বন্দি,বাবরি মসজিদকে রামজন্মভূমি,তাজমহল বিতর্ক ইত্যাদি ইত্যাদি  বিতর্ক নিয়ে প্রতিনিয়ত দেশে অশান্তি লাগিয়ে রেখেছে| 


আর ২০১৯ এর লোকসভা নির্বাচন এবং গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিত ভাবে ক্ষমতা হারানোর আশঙ্কা করছে তাই এইভাবে হত্যা-দাঙ্গা লীলা চালিয়ে মানুষের মনে ভয়ের সঞ্চার করে,হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করে যেনোতেনো প্রকারে ক্ষমতা ধরে রাখতে চাইছে | তার ফলে এই সব অপপ্রচারে প্রভাবিত হয়ে নিজস্বতা হারিয়ে  এক সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষেরা আর এক সম্প্রদায়ের নিরীহ মানুষের উপরে প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ছে| তবে এই মা মাটি মানুষের সরকারের আমলে  বাংলার মাটিতে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক লড়াই দিয়ে এই দাঙ্গা সৃষ্টিকারী দলকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষের বুক থেকে চির বিদায় জানানোর জন্য সমবেত ভাবে অঙ্গীকার বদ্ধ হওয়ার কথা বলেন পাশাপাশি তিনি এও বলেন যার সূচনা হবে এই বাংলার আপামর সাধারণ শান্তি প্রিয় মানুষের হাত ধরেই ..এই ভাবে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বিজেপি ও আরএসএস কে  আক্রমণ শানিয়ে এদিনের জনবহুল সভা শেষ করেন তিনি.   

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment