'কাঁচরাপাড়ার কাঁচরা বাবু চাকি দাদু ' বলে নদিয়ায় মুকুলকে কটাক্ষ পার্থর

স্নেহাশিষ মুখার্জি :একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের শক্ত ঘাঁটি নদিয়া থেকে শাসকদলের অনেক নেতা-নেত্রীই পদ্ম শিবিরে তলায় তলায় গাঁটছড়া বাঁধছে,শোনা মাত্রই তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন বিগত দিনে প্রণব বাবুর ও শক্ত ঘাঁটি হিসাবে নদিয়াকে প্রাধান্য দেওয়া হতো ,তিঁনি যখন কিছু করতে পারেননি তাহলে 'কাঁচরাপাড়ার কাঁচরা বাবু চাকি দাদু ' কি করবেন এভাবেই নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায় | রবিবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাপরিষদে পঞ্চায়েত ভোট সংক্রান্ত দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের মহাসচিব জেলার প্রত্যেকটি ব্লক সভাপতিকে নির্দেশ দেন কি ভাবে বুথ স্তরে কমিটি বানিয়ে কাজ করতে হবে | আর কোথায় কোথায় উন্নয়ন বাকি আছে তা খতিয়ে দেখতে হবে | যত তারাতারি সম্ভব সেই এলাকার উন্নয়নের কাজ করতে হবে | যাতে সেই এলাকার মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে না পরে | এছারাও তিঁনি বলেন - বেসরকরি স্কুলগুলিকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে , যাঁদের কাজ হল স্কুলগুলির নিরাপত্তার দিকে নজর রাখা | স্কুলগুলিতে সিসিটিভির ব্যাবস্থা বাধ্যতামূলক করতে হবে | ছেলেমেয়েদের পড়াশুনোর মান উন্নয়নের সবরকম ব্যাবস্থা নিতে হবে | সীমান্ত এলাকা নিয়ে তৃণমূলের মহাসচিব বলেন রাজ্যের প্রশাসন কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে যাতে নিরাপত্তা ব্যাবস্থায় কোনওরকম ফাঁক না থাকে | এরপর তিঁনি মুকুল রায়কে উদ্দেশ্য করে আরোও বলেন "ওঁকে বাঁচিয়ে রেখেছে সংবাদ পত্রিকা গুলি ও টিভি চ্যানেল | ওর কোন দাম নেই | ওর সাথে কে পা বাড়াবে , নিজের ছেলে থাকতে চাইছে না , কর্মীরা থাকবে | সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপির পিছন ধরেছে | একটা কথা মনে রাখতে হবে দল আগে , তারপর সবকিছু যারা দলকে ভালোবাসে দল তাকে ভালবাসে" সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সভাপতি বাণীকুমার রায় , জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত , মন্ত্রি উজ্জ্বল বিশ্বাস প্রমুখ ব্যাক্তিত্ব বর্গ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment