উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Indiapost24 Desk- আগামী ১৫ দিনের ভিতরে মামলার আবাদনকারীদের নিয়োগপত্র দিতে হবে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উর্দু ভাষার শিক্ষক নিয়োগের জন্য দেওয়া তালিকাকে মান্যতা দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মীর দারা শিকো।আইনজীবী মহ: নাজের চৈধূরি জানান, গত বছর টেট পরীক্ষার আগে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছিল, জেলায় উদু ভাষার শিক্ষকের জন্য কতগুলি পদ খালি আছে। গত বছরের ২২ সেপ্টেম্বর মাসে চিঠি দিয়ে ১১০ জনের পদ খালি রয়েছে বলে জানানো হয়েছিল।কিন্তু, তার ঠিক দু’দিনের মাথায় ২৪ তারিখে জেলার পক্ষ থেকে আবার একটি চিঠি দেওয়া হয় । সেই চিঠিতে বলা হয়, প্রথম যে চিঠিটি দেওয়া হয়েছে তা ভুল হয়ে গিয়েছে। ওই হিসাবটি ছিল ২০১৪ সালের। আসলে জেলায় ৩২১ টি পদ শূন্য রয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ পরের হিসাব টিকে মান্যতা না দিয়েই ১১০টি শূন্য পদের জন্য গত বছরের টেট পরীক্ষা নিয়েছিল। শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বর মাসে ওই শূন্য পদের ওপর ভিত্তি করেই নিয়োগ করিয়েছিল। মামলার আবেদনকারী রিজওয়ান আলম রিয়াজ সহ আরও পাঁচ জন এই পরীক্ষায় বসেছিল। তাদের চাকরি হয়নি। চাকরি না পাওয়ার পরই এই বিষয়টি নিয়ে তথ্য জানার অধিকার(আরটিআই) আইনে জেলা প্রাথমিক শিখা সংসদের কাছে আবেদন করেন। সেখান থেকে জানানো হয়, প্রাথমিকে ৩২১টি শূন্য পদের ওপর নিয়োগ হয়নি। শিক্ষক নিয়োগ করা হয়েছে ১১০ শূন্য পদের ওপর ভিত্তি করেই। এরপরই রিজওয়ান সহ আরও পাঁচ জন কলকাতা হাইকোটে মামলা দায়ের করে। এদিন মামালটি শুনানির জন্য উঠলে বিচারপতি আবেদনকারিদের আগামী ১৫ দিনের ভিতরে নিয়োগপত্র দেওয়ার,   নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষা সংসদকে ৩২১টি শূন্য পদের তালিকাকে মান্যতা দেওয়ারও নির্দেশ দিয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment