জঙ্গি ও জাল নোট রুখতে সীমান্তে জোর তল্লাশি

মৃত্যুঞ্জয় সরদার :পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী মালদহ ও মুশিদাবাদে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ -গোয়েন্দারা সীমান্ত এলাকায় জঙ্গি প্রতিরোধে ও জাল নোটের অনুপ্রবেশ রুখতে ব্যাপক তল্লাশি আভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে অতি সম্প্রতি বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আলকায়দার ঘনিষ্ঠ আনসারউল্লা বাংলার টিমের শীর্ষ কজন জঙ্গি ধরা পড়ার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্তায় এতটুকু খামতি রাখতে চাইছে না নিরাপত্তা এজেন্সিগুলি।এদিকে বাংলাদেশর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ ভারতীয় জাল নোটের কারবারীদের খাস তালুক। এখান থেকে মালদা-মুশিদাবাদ হয়ে ভারতে ঢোকে জাল নোট। জঙ্গিদের সঙ্গে জাল নোটের কারবারীদের যোগাযোগের প্রমান মিলেছে বহুবার। গোয়েন্দারা সন্দেহ জাল নোটের রুট ধরেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা। ওপার বাংলা জঙ্গি ঘাঁটি ধবংসের পর তাই এপারে জারি হয়েছে কড়া নিরাপত্তা। মুশিদাবাদে এবং মালদহে চলছে চিরুনি তল্লাশি। দুই জেলাতেই রয়েছে অরখিত সীমান্ত। সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। সীমান্তে তো বটেই, মুশিদাআবাদের ফরাক্কা ব্রিজের. চলছে তল্লাশি। বাংলাদেশের পাকিস্তানপন্তী ও কট্রর ভারত বিরোধী মৌলবাদী, সাম্প্রতিকতাবাদীর কট্টরপন্তী জঙ্গিদের সঙ্গে জাল নোট কারবারীদের যোগাযোগের প্রমান মিলেছে বহুবার। গোয়েন্দাদের সন্দেহ. জাল নোটের রুট ধরেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা।তাড়া জলপথে ভারতে ঢোকার চেষ্টা করছে বলেও গোয়েন্দাদের কাছে খবর। 
তাই মালদহ,মুশিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া সতকতামুলক ব্যবস্থা নেওয়ার পাশে সীমান্ত গ্রামগুলিতে প্রচার চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা প্রসাশন। গোয়েন্দা নেটওয়ার্ককে আরো জোরদার. করার পরিকল্পনা গ্রহণ কড়া হয়েছে। শুধু ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মালদহ,মুশিদাবাদ জেলাতেই. নয়,কোচবিহার, উত্তর ও দখিন দীনাজপুর, জলপাইগুড়ি. উত্তর ২৪পরগনা,নদীয়া মতো ভারত -বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পশ্চিমবঙ্গের জেলাগুলতে ও কঠোর নজরদারি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার গোস্বামী ও উত্তর ২৪ পরগনা হাড়য়ায় অপরিচিত নতুন মানুষজনকে দেখলে অভিলম্ভে-পুলিশ প্রসাশনকে জানানোর জন্য সাধারণ মানুষকে আবেদনের পাসে নিজের দল তৃণমূল কংগ্রেসের সীমান্ত নেতাদের ও সতর্ক করে দিয়েছেন যা রাজনৈতিক মহলের মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment