ভারতে ২১ লক্ষ টাকার গর্ভ ভাড়া নিচ্ছেন ব্রিটিশরা

প্রতীকী ছবি 
এন এন এস :সন্তানের মুখ দেখতে দম্পতিদের কতই না আকাঙ্খা |যাদের নেই অথবা সন্তান হয় না তাঁরা বোঝেন সন্তান না থাকার বেদনা |তাই তো সুদূর ব্রিটেন থেকে এমন দম্পতিরা অথবা সিঙ্গেল লোকজন (যাদের বিয়ে হয়নি অথবা বিয়েতে আপত্তি আছে )তারা সন্তানের জনক বা জননী হতে ছুটে আসছেন ভারতে |এখানে এসে মায়েদের গর্ভ ভাড়া নেন তাঁরা |

সন্তানের জন্য ২১ লক্ষ টাকা তারা গর্ভ ভাড়া নিয়ে থাকেন |ব্রিটেনে এটা নিষিদ্ধ বলে ছুটে আসেন তারা |ভারতে এমন সেবা দেবার জন্য ১০০০ ক্লিনিক আছে |তারা ব্রিটিশ নর-নারীকে সন্তানের জন্য গর্ভ ভাড়া দিয়ে থাকে |গত বছরে ভাড়া করা গর্ভে জন্ম নিয়েছেই ২০০০ শিশু |
ভারতীয় কর্তৃপক্ষ বিশ্বাস করছেন গর্ভ ভাড়া বানিজ্য ভারত প্রতি বছর ১৫০ কোটি পাউন্ড আয় করছে |তাই অনতিবিলম্বে এই ব্যবসা কে  জরুরি ভিত্তিতে রেগুলেট করতে হবে |ভারতে কোন মা যদি ডিম্বাণু দান করলে ও গর্ভ ভাড়া দিলে তাকে দেওয়া হবে ৫.২ লক্ষ টাকা |
এর মাধ্যমে ভারতে এসে ব্রিটিশ ব্যাংকার ,সিনিয়র সরকারী চাকুরীজীবি ,বহুজাতিক কোম্পানীর নির্বাহীরা এমনকি ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবায় নিয়োজিতরাও গর্ভ ভাড়া নিচ্ছেন বলে কবর সূত্রে উল্লেখ  |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment