এন এন এস : বিজেপির শীর্ষ জাতীয় নেতৃত্ব এখন আত্মবিশ্বাসী যে অসম ,মনিপুর ,অরুণাচল প্রদেশ দখলের ত্রিপুরা ,মিজোরাম, মেঘালয় ,নাগাল্যান্ডেও জাতীয় পতাকা উড়বে |সামনের বছরে গোড়াতেই কমিউনিস্ট শাষিত ত্রিপুরা ,কংগ্রেস শাষিত মেঘালয় ,এন পি এফ শাষিত নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে |
২০১৮ সালেই উত্তর পূর্বের স্পর্শকাতর এই চার রাজ্যে নির্বাচন |তার মধ্যে ত্রিপুরা -মেঘালয় কমিউনিস্ট ও কংগ্রেস রাজ্য সরকারকে ক্ষমতাচ্যূত করে জয়ের স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী ,অমিত শাহরা |নাগাল্যান্ডে ক্ষমতাসীন এন পি এফের অন্যতম শরিক বিজেপি |
কিন্তু তারা উত্তরপুর্বের এই গুরুত্বপূর্ণ পাহাড়ি রাজ্যে একক ভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা শুরু করেছে |প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের রাজধানী শিলং নির্বাচনী যুদ্ধের প্রচার দামামা বাজিয়েছেন |বিজেপি উত্তর পুর্বের রাজ্যে ক্যাডার ভিত্তিক সাংগঠনিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে |আর এস এস চার রাজ্যে বিজেপিকে সহযোগিতার জন্য তাদের প্রচারবিদদের কাজে লাগিয়েছে |ত্রিপুরায় আরএসএস বিজেপি নেতৃত্ব সিপিএমকে কড়া চ্যালেঞ্জের বার্তা দিতে চাইছেন |
উত্তর-পুর্ব কেই ২০১৮ সালের মধ্যে কংগ্রেস মুক্ত করতে সক্রিয়তা দেখছে গেরুয়া শিবির |শুধু কংগ্রেস মুক্তই নয় কমিউনিস্ট মুক্ত ত্রিপুরায় সক্রিয় গেরুয়া শিবির |প্রাক্তনী কংগ্রেস বর্তমানে হার্ডকোর বিজেপির নেতা বিশ্বশর্মা ২০১৮ সালেই কংগ্রেস মুক্ত উত্তর পুর্ব বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেছেন |
হেমন্ত বিশ্ব শর্মা বলেন কমিউনিস্টরা ত্রিপুরায় আবার ক্ষমতাচ্যূত হতে চলেছে |ইতিমদ্ধে ত্রিপুরায় বিজেপি আরএসএস ক্যাডাররা সিপিএম এর সঙ্গে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির গড়ার ইংগিত দিয়েছেন |হিমন্ত বিশ্ব শর্মার মতে সিপিএমএর ২৫ বছর শাসনকালে তারা বিজেপির শাসনকালে তারা বিজেপির রাজনৈতিক শক্তির বিরোধিতার সন্মুখীন হতে চলেছে |
বিজেপি কমিউনিস্টদের উচ্ছেদ করে ত্রিপুরায় রাজ্য ক্ষমতা দখলের জন্য জল্পনা তৈরি করলেও ত্রিপুরা রাজ্য সিপিএম নেতারা এবারের বিধানসভা নির্বাচন কঠিন বলে মানছেন ,তবু সিপিএম রাজ্য নেতৃত্ব মনে করছেন ত্রিপুরার মত বাংলাদেশ সিমান্তবর্তী স্পর্শকাতর রাজ্যে বিজেপির চেয়েও সিপিএম তথা বামেদের জনসমর্থন বেশি থাকায় ত্রিপুরা দখলের বিজেপির স্বপ্ন বাস্তবায়িত হওয়া অধরা থেকে যাবে |
এদিকে গো মাংস ,হিন্দুত্বকে ছাড় দিয়ে মেঘালয় ,মিজোরাম ,নাগাল্যাণ্ডের মত খ্রীন্তান অধ্যুষিত রাজ্যে সমর্থন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি |
উত্তর পূর্বে গো মাংস ,হিন্দুত্বের থেকে সরলেও বিজেপি উত্তরপূর্ব বাংলাদেশী মুসলিম অণুপ্রবেশের ইস্যুকে সব সময়ে প্রচারে রেখে উত্তর পুর্বের জনসংখ্যা চিত্রের পরিবর্তন ও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ইস্যুকে প্রচারে আনছে |বিজেপির কেন্দ্ৰীয় নেতৃত্ব খৃস্টান অধ্যুসিত পাহাড়ি রাজ্য গুলোতে এমনকি ত্রিপুরা চার্চের সঙ্গেও বোঝাপড়া চাইছে | তার প্রধান কারন কংগ্রেস শাষিত মেঘালয় ,মিজোরাম থেকে কংগ্রেসকে ক্ষমতাচুত করা |
ত্রিপুরায় সিপিএমকে পশ্চিমবঙ্গের মত রাজনৈতিক ভাবে বিপর্যস্ত করতে মোদী অমিত শাহের পাশে আরএসএস যেযঠেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে তা বলাই বাহুল্য |
২০১৮ সালেই উত্তর পূর্বের স্পর্শকাতর এই চার রাজ্যে নির্বাচন |তার মধ্যে ত্রিপুরা -মেঘালয় কমিউনিস্ট ও কংগ্রেস রাজ্য সরকারকে ক্ষমতাচ্যূত করে জয়ের স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী ,অমিত শাহরা |নাগাল্যান্ডে ক্ষমতাসীন এন পি এফের অন্যতম শরিক বিজেপি |
কিন্তু তারা উত্তরপুর্বের এই গুরুত্বপূর্ণ পাহাড়ি রাজ্যে একক ভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা শুরু করেছে |প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের রাজধানী শিলং নির্বাচনী যুদ্ধের প্রচার দামামা বাজিয়েছেন |বিজেপি উত্তর পুর্বের রাজ্যে ক্যাডার ভিত্তিক সাংগঠনিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে |আর এস এস চার রাজ্যে বিজেপিকে সহযোগিতার জন্য তাদের প্রচারবিদদের কাজে লাগিয়েছে |ত্রিপুরায় আরএসএস বিজেপি নেতৃত্ব সিপিএমকে কড়া চ্যালেঞ্জের বার্তা দিতে চাইছেন |
উত্তর-পুর্ব কেই ২০১৮ সালের মধ্যে কংগ্রেস মুক্ত করতে সক্রিয়তা দেখছে গেরুয়া শিবির |শুধু কংগ্রেস মুক্তই নয় কমিউনিস্ট মুক্ত ত্রিপুরায় সক্রিয় গেরুয়া শিবির |প্রাক্তনী কংগ্রেস বর্তমানে হার্ডকোর বিজেপির নেতা বিশ্বশর্মা ২০১৮ সালেই কংগ্রেস মুক্ত উত্তর পুর্ব বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেছেন |
হেমন্ত বিশ্ব শর্মা বলেন কমিউনিস্টরা ত্রিপুরায় আবার ক্ষমতাচ্যূত হতে চলেছে |ইতিমদ্ধে ত্রিপুরায় বিজেপি আরএসএস ক্যাডাররা সিপিএম এর সঙ্গে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির গড়ার ইংগিত দিয়েছেন |হিমন্ত বিশ্ব শর্মার মতে সিপিএমএর ২৫ বছর শাসনকালে তারা বিজেপির শাসনকালে তারা বিজেপির রাজনৈতিক শক্তির বিরোধিতার সন্মুখীন হতে চলেছে |
বিজেপি কমিউনিস্টদের উচ্ছেদ করে ত্রিপুরায় রাজ্য ক্ষমতা দখলের জন্য জল্পনা তৈরি করলেও ত্রিপুরা রাজ্য সিপিএম নেতারা এবারের বিধানসভা নির্বাচন কঠিন বলে মানছেন ,তবু সিপিএম রাজ্য নেতৃত্ব মনে করছেন ত্রিপুরার মত বাংলাদেশ সিমান্তবর্তী স্পর্শকাতর রাজ্যে বিজেপির চেয়েও সিপিএম তথা বামেদের জনসমর্থন বেশি থাকায় ত্রিপুরা দখলের বিজেপির স্বপ্ন বাস্তবায়িত হওয়া অধরা থেকে যাবে |
এদিকে গো মাংস ,হিন্দুত্বকে ছাড় দিয়ে মেঘালয় ,মিজোরাম ,নাগাল্যাণ্ডের মত খ্রীন্তান অধ্যুষিত রাজ্যে সমর্থন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি |
উত্তর পূর্বে গো মাংস ,হিন্দুত্বের থেকে সরলেও বিজেপি উত্তরপূর্ব বাংলাদেশী মুসলিম অণুপ্রবেশের ইস্যুকে সব সময়ে প্রচারে রেখে উত্তর পুর্বের জনসংখ্যা চিত্রের পরিবর্তন ও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ইস্যুকে প্রচারে আনছে |বিজেপির কেন্দ্ৰীয় নেতৃত্ব খৃস্টান অধ্যুসিত পাহাড়ি রাজ্য গুলোতে এমনকি ত্রিপুরা চার্চের সঙ্গেও বোঝাপড়া চাইছে | তার প্রধান কারন কংগ্রেস শাষিত মেঘালয় ,মিজোরাম থেকে কংগ্রেসকে ক্ষমতাচুত করা |
ত্রিপুরায় সিপিএমকে পশ্চিমবঙ্গের মত রাজনৈতিক ভাবে বিপর্যস্ত করতে মোদী অমিত শাহের পাশে আরএসএস যেযঠেষ্ট গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে তা বলাই বাহুল্য |
0 comments:
Post a Comment