বঙ্গে বামেদের জনবিচ্ছিন্নতা অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে

NNS:প্রথমে ২০১১  সালে পরে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে সিপিএমএর নেতৃত্বে বাম শিবির বিধানসভা নির্বাচনে তৃণমুল কংগ্রেসের কাছে পরাজিত হয় |২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট করেও বাম শিবিরে শোচনীয় ফল হয় |২০১৬ এর নির্বাচনের পর বামেরা পশ্চিমবঙ্গে জনবিচ্ছিন্ন হওয়ায় বামেদের সংগঠন ভেঙ্গে পড়েছে যার শূন্যস্থান পূরণে বিজেপি সক্রিয় হোয়ে উঠেছে | ২০১১ সালে তৃণমুলের কাছে হারার পর বাম নেতারা বলেছিলেন 'আমরা আবার আসবো '|

এখন পশ্চিমবঙ্গে বামপন্থী নেতারা মানছেন যে পশ্চিমবঙ্গে দ্রুত রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে |ধর্ম ও সাম্প্রদায়িকতার ত্রাসে বিজেপি বাম শিবির ও কংগ্রেসকে পিছনে তৃণমুল কংগ্রেস এর প্রধান প্রতিপক্ষ হিসেবে আত্নপ্রকাশ করতে চাইছে |মমতার পাখির চোখ ২০১৮ সালের গোড়ায় পঞ্চায়েত নির্বাচন |২০১৯ সালে লোকসভা নির্বাচন |অন্যদিকে বামপন্থীরা  ২০১১সালের আগে জনবিচ্ছিন্নতায় ভুগছিলেন |২০১৬ এর পর তা মারাত্নক আকার ধারণ করে |পশ্চিমবঙ্গে বামেরা তাদের ৩৪ বছরের একটানা শাষনে নির্বাচনে জয়লাভ কেই অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন |বাম শিবিরে শুদ্ধিকরণপ্রক্রিয়া বাস্তবায়িত হয়নি |তার জন্যেই একদা দাপুটে নেতা রাজ্জাক মোল্লা তৃনমূলে ,লক্ষন শেঠ বিজেপি তে |

মানুষ নিজেরাই ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল |নিজেদের আত্মশুদ্ধি করার কোন চেষ্টাই বামেদের নেই তা মানুষ ভালোভাবে লক্ষ করছে |মধ্যবিত্ত মানসিকতা কমিউনিস্ট দলে বেশি হলে তার যা পরিণতি হয় তাই হচ্ছে |
যে দেশের ৮৪ কোটির বেশি মানুষের মাথাপিছু আয় ২০ টাকার ও কম সেই দেশের কমিউনিস্ট পার্টি ফেসবুক বা ট্যুইটারে ওপর নির্ভরশীলতার মধ্যে থেকে নতুন প্রজন্ম আনার ক্ষেত্রে বাম নেতৃত্ব অবহেলা করছেন বলে লক্ষ করা গেছে |ফলে বামেদের সঙ্গে মা মাটির সম্পর্ক আরও কমে যাবে |পশ্চিমবঙ্গে বাম শিবির ২০১১ চেয়ে আরও দুর্বল ২০১৬ নির্বাচন যুদ্ধ জেরে |

কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করে তৃনমূলকে চ্যালেঞ্জ এর পরিকল্পনা করলেও তা ভেঙ্গে দেয় গেরুয়া শিবির |নরেন্দ্র মোদি শেষ দুই পর্বে টানা প্রচার করে ১০.৭ % ভোট কব্জা করে গেরুয়া শিবির |মাত্রও ৪.৬ %ভোটের পার্থক্য ছিল বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমুলের |২০১৬ বাম কংগ্রেস জোটের পরাজয়ের পর আরও দুর্বল হোয়েছে বামেরা |কংগ্রেস তৃণমূলমুখী ভাঙ্গন এড়াতে পারেনি |ব্যামেরা এখন আত্মবিশ্বাস হারিযে তাকিয়ে ত্রিপুরার দিকে|বঙ্গে পঞ্চায়েত নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনে বামেদের যে আশাই নেই তা মানছেন বাম শীর্ষ নেতারা |এক শীর্ষ বাম নেতার আক্ষেপ,৩৪ বছরে ক্ষমতার লালসা সাধারন মানুষের থেকে বামেদের বিচ্ছিন্ন করে দিয়েছে |তার সুযোগেই পশ্চিমবঙ্গে তৃণমুল ও বিজেপির নতুন রাজনৈতিক মেরুকনের রাস্তা পরিষ্কার করেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment