"বিদেশের আদলে ডায়মন্ডহারবারে এবার পার্ক,পিকনিক এরিনা"

Indiapost24 Desk:শীতের গোরাতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর |একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে ডাইমন্ডহার্বারে শ্রীহীন গঙ্গার ধার সংলগ্ন এলাকাকে একবারে আধুনিক ধাঁচে ঢেলে সাজানো হবে |প্রায় দুকিমি এলাকা জুরে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যাবস্থা থাকবে |যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দুদণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন |সকল বয়সীদের মনোরঞ্জনের কথা ভেবে পরিকাঠামো তৈরি করা হবে |বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করার ও পরিকল্পনা নেওয়া হোয়েছে |পরিকল্পনা অনুযায়ী ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টোদিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে |তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে |নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে |
সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে |যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন |কেউ চাইলে সেখানে বসতেও পারেন |কোথাও কথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মত করে দেওয়া হবে |সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে |পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে |পার্কে থাকবে শৌচালয় ,পানীয় জলের ব্যাবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পাল্টানোর ঘর ও খাওয়ার জন্য বাইরে যেতে হবে না |ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল |বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে |এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে |পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি করা হবে |সব মিলিয়ে ৫ টি পিকনিক এরিনা করা হবে |এছাড়া বোটিং এর ব্যাবস্থা এবং একটি রোপয়ে তৈরি করা হবে |ডায়মন্ডহারবার ব্যায়ামাগারে এর থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি তৈরি করা হবে |সব মিলিয়ে ডায়মন্ডহার্বারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটবে বলেই আশা করা যায় |


source-AITC
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment