বিজেপি নীরব, কটাক্ষ অখিলেশের

মৃত্যুঞ্জয় সরদার :বিজেপির নীরবতাকে কটাক্ষ করলেন অখিলেশ যাদব। উওর প্রদেশ সদ্য সমাপ্ত পূর্ণ নিবার্চনের ফল নিয়েই বিজেপিকে কটাক্ষ সমাজবাদী পাটি অখিলেশ যাদব। তাঁর দাবী, বিজেপি এই নিবার্চনের ফল নিয়ে মিথ্যাচার করছে। মেয়র নিবার্চনের ফল ভাল হওয়া নিয়ে নিজেদের পিট চাপড়ালেও,নগর পালিকা ও নগর পঞ্চায়েত নিবার্চনে হার নিয়ে বিজেপি নীরব। উওরপ্রদেশ বিভিন্ন পূরসভার মেয়র নিবার্চনেও বিজেপির-র পাশাপাশি বহুজন পাটিও ভাল ফল করেছে। অখিলেশের অভিযোগ ইভিএম -এ কারসাজি করেই জিতেছে বিজেপি। এক অনুষ্ঠানে সপাটে প্রধান বলছেন,বিজেপি মিথ্যা প্রচারের দল। ইভিএম -এর জন্যই উওরপ্রদেশে ১৬টি মেয়র পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে এবারের মেয়র নিবার্চনেও বিজেপি ইভিএম -এ কারচুপি করেই জিতেছে বলে অভিযোগ করেছেন বসপা প্রধান মায়াবতী। অখিলেশ ও একই অভিযোগ করেছেন। তাঁর দাবী, ভারতের চেয়ে উন্নত দেশগুলিতে যদি নিবার্চনে ব্যালট পেপার ব্যবহার হতে পারে, তাহলে এখানে সমস্যা কি?ইভিএম -গোলমাল কীভাবে মেটানো হয়,তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। যখন খারাপ হয়ে যাওয়া ইভিএম সারানো যায়,তখন স্বভাবিকভাবেই কাজ করা ইভিএম -এ কারচুপি করা সম্ভব। রাজনৈতিক মহলের খবর যে,নগর পালিকার ১৯৮টি প্রধান পদে বিজেপি জয়লাভ করেছে মাত্র ৭০টি পদে। অন্যদিকে সমাজবাদী পাটি,বহুজন সমাজপাটি ও কংগ্রেস আলাদা আলাদা লড়ে ও ৮৪টি প্রধান পদ দখল করেছে। নগর পালিকার ৫২৬০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯২২টি,সমাজবাদী পাটি ৪৭৭টি,বহুজন সমাজপাটি ২৬২টি কংগ্রেস পেয়েছে ১৫৮টি।নিদলরা ৩৩৮০টি আসন লাভ করেছে। স্বভাবিক ভাবেই নগর পালিকা ও নগর পঞ্চায়েতে বিজেপির ব্যথতাকে ঢেকে রেখে শুধু মেয়র পদের ১৪টি আসন দখলকে মিডিয়ার রগড়ানো অংশ তুলে ধরায় বিস্ময় তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিজেপি বিরোধীদের মধ্যে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment