আনা অভিযোগ খারিজ করে এবার দিল্লি হাইকোর্টে ধাক্কা মুকুল রায়ের

Indiapost24 Desk:একদা তৃণমুল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি নিকট নেতা মুকুল রায়কে ধাক্কা দিয়ে আজ দিল্লি হাইকোর্ট তার আনা অভিযোগ খারিজ করে দিয়েছে |প্রসঙ্গত সারদা নারোদায় অভিযুক্ত মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর বঙ্গে মমতার রাজ্যেকে সমালোচনা করে  "পুলিশ স্টেট" চলছে বলে অভিযোগ করেছিলেন |দিল্লি হাইকোর্ট এ ফোনে আড়িপাতা নিয়ে যে অভিযোগ করেন তার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার ,কেন্দ্রের মোদি সরকার ও টেলিফোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে এভিডেভিট  দিয়ে দিল্লি হাইকোর্ট এ নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় |আজ দিল্লি হাইকোর্ট জানায় জমা  পড়া নথিতে ফোনে আড়ি পাতার কোন প্রমাণতো  পাওয়া যায়নি |উপযুক্ত তথ্য প্রমানের অভাবে মুকুল রায়ের আড়ি পাতার অভিযোগ খারিজ করে দেওয়া হয় |তবে ভবিষ্যতে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মুকুল রায় চাইলে ফের আদালতে আসতে পারেন বলে দিল্লি হাইকোর্ট জানিয়েছে |মুকুল রায়ের মামলা এই ভাবে খারিজ হওয়ায় এটা তার রাজনৈতিক জীবনে বড়ো ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment