হাইকোর্টের রায়ে তৃণমূল পুসভায় বিজেপির চেয়ারম্যান আনিসুর রহমান

Indiapost24 Desk:পাঁশকুড়া পুরসভাতে আপাতত চেয়ারম্যান হিসাবে কাজ করে যেতে পারবেন সদ্য বিজেপিতে যোগ দেয়া আনিসুর রহমান। তাকে ওই পদ থেকে সরানো যাবে না। বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের  বিচারপতি সুব্রত তালুকদার।
আনিসুর রহমান সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিল। এদিকে পাঁশকুড়া পুরসভা তৃণমূলের দখলে। কিন্তু আনিসুর বিজেপিতে যোগ দেওয়ার ফলে তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না।  এই অভিযোগ তুলে এসডিও-র কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে ছিলেন তিনি। কিন্তু এসডিও সেই পদত্যাগ পত্রটি ফেরত পাঠিয়ে ছিলেন। কারণ হিসাবে এসডিও জানিয়েছিলেন, যে পত্রটি আনিসুর পাঠিয়েছেন তাতে ত্রুটি আছে। সেই ত্রুটি সংশোধন করে আনিসুরকে আবার পাঠাতে হবে। তিনি আর সেই পদত্যাগ পত্র সংশোধন করে পাঠাননি। এদিকে এসডিও তাকে চেয়ারম্যান পদে কাজ করার অনুমতি দিয়ে দেন। আনিসুরের অভিযোগ পদের ভার নেওয়ার পরই তার কাজে বাধা হয়ে দাড়ায় ওই পুরসভার বেশ কিছু তৃণমূলের কাউন্সিলার। আনিসুরের সঙ্গে দল ছেড়ে ছিলেন বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলারও । এদিকে কাজ চালিয়ে যাওয়ার সময়ই তাকে গত ২৩ নভেম্বর আরবান এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার দফতরের যুগ্ম সচিব চিঠি দিয়ে জানিয়ে দেয় যে, তাকে চেয়ারম্যান পদ থেকে সরানো হল। এই চিঠিকেই চ্যালেঞ্জ করে আনিসুর রহমান সহ চার কাউন্সিলার কলকাতা হাই কোর্টে  মামলা দায়ের করেন। এদিন আদালত ওই নির্দেশের  ওপর স্থগিতাদেশ দিয়েছে। যার ফেলে আপাতত  পুরসভাতে চেয়ারম্যান পদেই থাকছেন বর্তমান বিজেপি নেতা  আনিসুর রহমান।এর পর আনিসুর রহমান জানান আদালতের এই রায় গণতন্ত্রের জয় ভারতের সংবিধানের জয়.. 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment