NNS:বাংলাদেশ লাগোয়া উত্তপূর্বের বাংলাভাষী অধ্যুষিত ত্রিপুরা থেকে সিপিএমএর নেতৃত্বে বামফ্রন্ট শাষন উতঘাটে এবার কোমর বেঁধে প্রচারে নামছে গেরুয়া শিবির নতুন বছরে ত্রিপুরার নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |ত্রিপুরার বিভিন্ন প্ৰান্তে| প্রচার অভিযান করবেন মোদি |একই সঙ্গে হিন্দুত্বের মূখ যোগি আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের বিজেপি মূখ্যমন্ত্রী দের ও প্রচারে নামবে বিজেপি |মানিক সরকারের নেতৃত্বাধীন ত্রিপুরার বাম সরকারের পতন ঘটিয়ে আগরতলার সচিবালয় গেরুয়া পতাকা উত্তলন করা |
বিজেপি সুত্রে জানা গেছে ,জানুয়ারি মাসে প্রথম দফার নির্বাচনী প্রচারে এসে ত্রিপুরায় ভোটের দামামা বাজাবেন নরেন্দ্র মোদি |জানুয়ারী মাসে ১৫ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দফার প্রচার সূচি চুরান্ত হোয়ে যাবে |
মোদী ম্যাজিক এ ভরপুর ত্রিপুরার গেরুয়া শিবির আশাবাদী যে ,মোদি ত্রিপুরার জনসাধারণকে বোঝাবেন কেন বাংলাদেশ সীমান্ত রাজ্য ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি |জানা গেছে ,ত্রিপুরা ক্ষমতা দখলে এর লক্ষে আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন স্হানে বিজেপির ষ্টার প্রচারকদের আগমন হবে |উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী ও হিন্দুত্বের আরেক মুখ যোগি আদিত্যনাথ ত্রিপুরার বিভিন্ন জেলায় সফর করবেন |এখানে আসবেন বিজেপির শীর্ষ নেতার পাশাপাশি কেন্দ্ৰীয় মন্ত্রীরা |এমনকি অন্য বিজেপি শাসিতও মুখ্যমন্ত্রীরা |
এদিকে বিজেপির চাপ প্রতিহত করতে প্রকাশ কারাত,সিতারাম ইয়েচুরি ,বৃন্দা কারাত,বিমান বসু ,সূর্যকান্ত মিশ্র,মহম্মদ সেলিম,সৃজন চক্রবর্তী সহ সিপিএমএর একাধিক পলিটব্যুরো ও কেন্দ্ৰীয় কমিটির সদস্যরা ত্রিপুরা জুড়ে বিজেপির বিভাজন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে পালটা প্রচার অভিযানে নামবেন |এখনও সিপিএম নেতারা আস্থাশীল যে,আবার ত্রিপুরাতে বামফ্রণ্ট সরকার গঠিত হবে |
বিজেপি সুত্রে জানা গেছে ,জানুয়ারি মাসে প্রথম দফার নির্বাচনী প্রচারে এসে ত্রিপুরায় ভোটের দামামা বাজাবেন নরেন্দ্র মোদি |জানুয়ারী মাসে ১৫ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দফার প্রচার সূচি চুরান্ত হোয়ে যাবে |
মোদী ম্যাজিক এ ভরপুর ত্রিপুরার গেরুয়া শিবির আশাবাদী যে ,মোদি ত্রিপুরার জনসাধারণকে বোঝাবেন কেন বাংলাদেশ সীমান্ত রাজ্য ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি |জানা গেছে ,ত্রিপুরা ক্ষমতা দখলে এর লক্ষে আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন স্হানে বিজেপির ষ্টার প্রচারকদের আগমন হবে |উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী ও হিন্দুত্বের আরেক মুখ যোগি আদিত্যনাথ ত্রিপুরার বিভিন্ন জেলায় সফর করবেন |এখানে আসবেন বিজেপির শীর্ষ নেতার পাশাপাশি কেন্দ্ৰীয় মন্ত্রীরা |এমনকি অন্য বিজেপি শাসিতও মুখ্যমন্ত্রীরা |
এদিকে বিজেপির চাপ প্রতিহত করতে প্রকাশ কারাত,সিতারাম ইয়েচুরি ,বৃন্দা কারাত,বিমান বসু ,সূর্যকান্ত মিশ্র,মহম্মদ সেলিম,সৃজন চক্রবর্তী সহ সিপিএমএর একাধিক পলিটব্যুরো ও কেন্দ্ৰীয় কমিটির সদস্যরা ত্রিপুরা জুড়ে বিজেপির বিভাজন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে পালটা প্রচার অভিযানে নামবেন |এখনও সিপিএম নেতারা আস্থাশীল যে,আবার ত্রিপুরাতে বামফ্রণ্ট সরকার গঠিত হবে |
0 comments:
Post a Comment