"সম্প্রীতির মেলবন্ধনে শক্তির আরাধনায় রাজীব হোসেন"

স্নেহাশিষ মুখার্জি :সারা ভারতবর্ষে যেখানে হানাহানি চলছে,জাত-পাতের দ্বন্দ্ব,দেশে আফরাজুল,আখলাকের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে,সেখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মত মুসলিম অধ্যুষিত জেলায় আজ অসংখ সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে শক্তির উপাসক কালী মাতার পূজোতে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সমপ্রীতির এক সুন্দর বার্তা দিল সমাজকে |অনুষ্ঠানটিতে উদ্বোধন করেন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মহকুমা শাসক তদবিল লামা,লালবাগ এস ডিপিও বরুন বৈদ্য, তৃণমূল নেতা রাশু মণ্ডল প্রমুখ ব্যক্তিত্ব বর্গ |

মঞ্চ থেকে লালবাগের মহকুমা সভাপতি রাজীব হোসেন বলেন " মুর্শিদাবাদে দূর্গা পূজো,কালী পূজো,ছট পূজো,সঙ্গে মহরম,রোজার ঈদ,বাকরি ঈদ একই সঙ্গে হয় ও হতে থাকবে | আগামী দিনে তিঁনি শক্তি দেবীর কাছে তিঁনি জাতি-ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে আরাধনা করতে বলেন যে বাংলা তথা মুর্শিদাবাদের সব মানুষ জন  এই ভালবাসা সম্প্রীতি নিয়ে মেলমহব্বাত করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক | পাশাপাশি মা মাটি মানুষের সরকারের প্রশাসনিক স্তরের হয়ে যারা কাজ করছেন তাঁদের সমস্ত আপদ বিপদ থেকে তাঁদেরকে এবং তাঁদের পরিবারকেও শক্তির উপাসক কালী মাতা ভাল রাখুক,তাঁরা ভাল থাকলে মা মাটি মানুষের সরকারও ভাল থাকবে কারণ এক এক জন দক্ষ ও সৎ প্রশাসক সরকারের  জন্য অ্যাসেট আর সরকারকে সুস্থ ভাবে পরিচালনায়  তাদের  ভূমিকা অনস্বীকার্য " ..এদিন এই ভাবে বহুবেগমবাগে কালীপুজো উপলক্ষ্যে ৭০০ জন দুঃস্থকে বস্ত্র বিতরণ করা হয় | 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment