এলাকাবাসীদের সচেতনতার উদ্দেশ্যে মহড়া

মুজাফ্ফর আহমেদ:বর্ধমান:তেলের পাইপলাইন সারাতে গিয়ে লেগে গেল আগুন। তা ভয়ানক আকার নিতেই আতংক চারদিকে। আগুনে ঝলসেও গেল একজন। তবে সেনাবাহিনীর দমকলের তৎপরতায় জল ও ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেল কিছুক্ষণের মধ্যেই। আসলে এটি নকল মহড়া। ভূগর্ভস্থ পেট্রোলিয়ামজাত পদার্থ পরিবহনকারী পাইপলাইনে হঠাৎ দুর্ঘটনায় আপদকালীন কি কি ব্যবস্থা নেওয়া উচিত তারই একটি নকল মহড়ার মাধ্যমে সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হল পূর্ব বর্ধমানের গলসীতে।
রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন রাজবাঁধের পক্ষ থেকে মহড়ার আয়োজন করা হয়। মহড়ার মূল লক্ষ্য হলদিয়া থেকে বারৌউনি পর্যন্ত ভূগর্ভস্থ তেলের পাইপলাইনে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে কি করা উচিত সেই সম্বন্ধে এলাকার বাসিন্দাদের সচেতন করা। 
বৃহস্পতিবার মহড়ায় অংশ নেয় পানাগড় সেনাবাহিনীর দমকল বিভাগ। মহড়ায় আপদকালীন পরিস্থিতিতে তেলের পাইপে লিক কিভাবে বন্ধ করা যাবে এবং তেল পাইপে আগুন লাগলে কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে তা সংস্থার দক্ষ কর্মী ও অফিসাররা হাতেনাতে করে দেখালেন ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment