বিজেপিকে হঠাতে মমতার সাথে জোটের ডাক ওয়েসির

মৃত্যুঞ্জয় সরদার :গতকাল সকালটা বিজেপি শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল।গতকাল গুজরাট বিধানসভা ভোটের গননা শুরু হতেই সংখ্যাতত্বের বিচারে কখনও এগিয়েছে কংগ্রেস, আবার কখনও এগিয়েছে বিজেপি। গননার প্রথম দিকে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত গড় রক্ষা করার স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে গেরুয়া শিবির। এদিকে গুজরাটে কচ্ছপের গতিতে কংগ্রেস এগোতে শুরু করার গেরুয়া শিবিরের সেলিব্রেশনে কিছুটা হলেও ভাটা পরেছিল। আর এরপরই গুজরাট নিয়ে মুখ খোলেন মিম প্রধান আসাদউদ্দিন ওযেসি। তিনি বলেন, ভোটের ফল থেকে এটা পরিস্কার যে গুজরাটে মুসলমানদের প্রান্তিক হওয়ার হার আরও বৃদ্ধি পেয়েছে। 
গুজরাটে ভোটের জন্য এক মন্দির থেকে অন্য মন্দির পাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোটারদের মন পেতে বেশি করে মন্দির দর্শনের প্রয়াস জারি রাখতেই এক মন্দির থেকে অন্য পৌঁছে গিয়েছিল মোদী,রাহুলরা। পাশাপাশি বিজেপিকে হারানোর জন্য এবারের নিবার্চনে কংগ্রেসের কাছে একটা সুযোগ ছিল,কিন্তু রাহুল গান্ধীর দল সেটা করে দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন ওয়েসি । মিম প্রধান বলেন, গোটা দেশে মেশিনের মতো চলছে বিজেপি। তাই বিজেপি কে পরাস্ত করতে যুক্ত ফ্রন্ট গড়ার ডাক দিয়েছেন মিম প্রধান।অখিলেশ যাদব, মমতা বন্দ্রোপাধ্যায় কিংবা আসাদউদ্দিন ওয়েসি,কেউই একা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। তাই এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সবাইকে একজোট হওয়ারও ডাক দিয়েছেন আসাদউদ্দিন।ওয়াসিম বলেন,গুজরাটে ভাল ফল করেছে বলে যদি বিজেপি ভেবে থাকে,তাহলে তাদের নতুন করে ভাবার সময় এসেছে।ঔরঙ্গজাব এবং পাকিস্তানের নাম বিজেপি আর কতদিন ভোট নেবে,বলে প্রশ্ন তোলেন ওয়েসি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment