"ইন্টারনেটে যৌন উত্তেজক ছবি দেখে সমাজে বাড়ছে যৌন অপরাধ"

প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে যৌন উত্তেজক ছবি দেখে যুব সমাজের যৌন অপরাধের প্রবণতা বাড়ছে প্রতিনিয়ত ৷ আর দিনের পর দিন কুলষিত হচ্ছে নাগরিক সমাজ ..রেসকিই নামে এক স্বেচ্ছাসেবি সংস্থার সমীক্ষা তেমনটাই বলছে৷

উক্ত সংস্থাটি ১৩টি কলেজের মোট ৩৫০ছাত্রদের উপর সমীক্ষা চালিয়ে লক্ষ্য করেছে নেটে অশ্নীল ছবি দেখার আসক্তি ক্রমশ বাড়ছে৷ আর মূলত ১৮-২১ বছরের ছেলেরা  এই ধরনের আসক্তির শিকার হচ্ছে৷ এর মধ্যে লক্ষ্য করা গিয়েছে, ২১ শতাংশ হিংসাত্মক যৌনতা পছন্দ করছে৷ ৭০ শতাংশ গড়ে প্রতি সপ্তাহে ৪ঘন্টা করে এই ধরনের ভিডিওতে ছবি দেখছে এবং  যৌন অপরাধের দিকে ঝুঁকছে একটু একটু করে ৷ফলে ধর্ষণ এর মতো জঘন্য অপরাধ বেড়েই চলছে সর্বত্র.

এই স্বেচ্ছাসেবি সংস্থাটির মতে, ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার উপর শুধুমাত্র নজরদারি করতে পুলিশের একটি সাইবার ক্রাইম ডিভিশন চালু করা উচিত অনতিবিলম্বে ৷ তাছা্ড়া প্রায় দু’কোটি এমন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট চিহ্নিত করতে সফটঅয়্যার দরকার বলে মতামত প্রকাশ করেছে এই স্বেচ্ছাসেবি সংস্থা  ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment