রাজস্থানে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির


NNS:গুজরাট এবং হিমাচল প্রদেশ দুই রাজ্যে জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির |বসুন্ধরা রাজ্যের খাসতালুক রাজস্থানে কংগ্রেসের কাছে ৪ টি জেলা পরিষদ খোয়ালো ভারতীয় জনতা পার্টি |২৭ টি পঞ্চায়েত সমিতির মধ্যে কেবল ১০ টির দখলে রাখতে পারবে শাষক দল |অন্যদিকে কংগ্রেস জিতেছে ১৬ টি পঞ্চায়েত সমিতি |একটি পঞ্চায়েত সমিতির ক্ষমতায় নির্দল |
এছাড়া ১৪ টি পুরসভা ওয়ার্ডে গেরুয়া শিবিরের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে রাহুল গান্ধীর কংগ্রেস |৭ টি করে আসনে জয় পেয়েছে পদ্ম এবং হাত শিবির |
রাজস্থানে ২৬ টি ভিন্ন জেলায় এই ভোটে কংগ্রেসের বিপুল জয়ের কান্ডারী দলের রাজ্য সভাপতি শচীন পাইলট টুইটে জানান 'গ্রামাঞ্চল এবং শহর দুই ক্ষেত্রেই মানুষের বিপুল সমর্থন পেয়েছে কংগ্রেস |
রাজনৈতিক মহল মনে করছে গুজরাটে বিজেপি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে প্রায় ১১ %কম ভোট ও বিধানসভা ভিত্তিক ফলে এগিয়ে থাকা ১৬৫ আসনের মধ্যে এবার ৬৯ আসনে পিছিয়ে পড়ায় গুজরাট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে নাগপুর সংঘ পরিবারে এর কেন্দ্ৰীয় দপ্তরেও |
এরপর রাজস্থান ,মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে যেভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ও কংগ্রেসমুখী প্রবণতা দেখা যাচ্ছে তাতে শঙ্কা বাড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি সংঘ পরিবারের মধ্যেও |
রাজস্থানে আসন্ন দুটি লোকসভা ও বিধানসভা নির্বাচনে যঠেষ্ট চাপে মোদী শিবির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল |রাজস্থানে গতকালের ফলে মোদি শিবির যে আরও বাড়তি চাপে পড়লো তা বলাই বাহুল্য |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment