NNS:গুজরাটের সঙ্গে হিমাচল প্রদেশ বিজয়ের পর বিজেপির অন্দরে কে এই দুই রাজ্যে নেতৃত্ব দেবেন তা নিয়ে কাজিয়া শুরু হয়ে গেছে |হিমাচলে দলের মূখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমাল নির্বাচনে পরাজিত হওয়ার পরও তারই শিবিরের ১৮ জন বিধায়ক দাবি তুলেছেন ধূমলকেই মূখ্যমন্ত্রী করতে হবে |এজন্য ধূমল অনুগামী এক বিধায়ক পদত্যাগ আসন ছেড়ে দিতে চাইছেন..ধুমলের হয়ে অপরেশন এ নেমেছেন তার সংসদ পুত্র অনুরাগ ঠাকুর |অন্যদিকে ধূমল বিরোধিতা সক্রিয় হচ্ছে |মোদী জে পি নাড্ডা কেই মূখ্যমন্ত্রী করার বিষয়ে ভাবনা চিন্তা করছেন বলে দলীয় সূত্রে খবর |এদিকে গুজরাতেও গোলমাল বেঁধেছে বিজেপি শিবিরে |পাতিদার কাউকে মূখ্যমন্ত্রী করার দাবি উঠলেও দলের অধিকাংশ নেতাই মনে করেন অমিত শাহ ঘনিষ্ঠ বিজয় রূপানিকেই রাখা হবে গুজরাটের মূখ্যমন্ত্রী পদে |
আজ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে গুজরাটে মূখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোন অলোচনা হয়নি |বৈঠক শেষে অরুণ জেটলি ,রাজনাথ সিংহ এর মত শীর্ষ নেতাদের আলোচনায় বিজয় রুপানির নাম উঠে এসেছে আবারও |গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সিংহাসনে বসলেও কংগ্রেসের উত্থান কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে |বিজেপি সুত্রে খবর ,দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রূখতে ব্যর্থ বিজয় রুপানি |সংগঠনের রাশ নিজের হাতে না থাকায় ফলাফল ভালো হয়নি এমন অভিযোগ উঠেছে বিজয় রুপানির বিরুদ্ধে |রূপানিকে সরিয়ে মোদীর বিকল্প হিশেবে জনমোহিনী মুখ আনার চিন্তাভাবনা করা হচ্ছে
সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন নিতিশ প্যাটেল ,কেন্দ্ৰীয় সরক পরিবহণ প্রতিমন্ত্রি মনসুখ মান্দভীয়া ,গুজরাট বিধসনসভার প্রাক্তন স্পিকার বাজুভাই ভালা ,স্মৃতি ইরানিরও নাম উঠে এসেছে .আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই গুজরাটের মুখ নির্বাচন করে ফেলবে কেন্দ্র বিজেপি |এখন দেখার প্রত্যাবর্তন না পরিবর্তনে এর পথে হেঁটে অমিত -মোদীরা |তবে গুজরাট ও হিমাচল নিয়ে বিজেপির কেন্দ্ৰীয় নেতৃত্ব যে চাপে রয়েছেন তা বলাই বাহুল্য |
আজ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে গুজরাটে মূখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোন অলোচনা হয়নি |বৈঠক শেষে অরুণ জেটলি ,রাজনাথ সিংহ এর মত শীর্ষ নেতাদের আলোচনায় বিজয় রুপানির নাম উঠে এসেছে আবারও |গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সিংহাসনে বসলেও কংগ্রেসের উত্থান কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে |বিজেপি সুত্রে খবর ,দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রূখতে ব্যর্থ বিজয় রুপানি |সংগঠনের রাশ নিজের হাতে না থাকায় ফলাফল ভালো হয়নি এমন অভিযোগ উঠেছে বিজয় রুপানির বিরুদ্ধে |রূপানিকে সরিয়ে মোদীর বিকল্প হিশেবে জনমোহিনী মুখ আনার চিন্তাভাবনা করা হচ্ছে
সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন নিতিশ প্যাটেল ,কেন্দ্ৰীয় সরক পরিবহণ প্রতিমন্ত্রি মনসুখ মান্দভীয়া ,গুজরাট বিধসনসভার প্রাক্তন স্পিকার বাজুভাই ভালা ,স্মৃতি ইরানিরও নাম উঠে এসেছে .আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই গুজরাটের মুখ নির্বাচন করে ফেলবে কেন্দ্র বিজেপি |এখন দেখার প্রত্যাবর্তন না পরিবর্তনে এর পথে হেঁটে অমিত -মোদীরা |তবে গুজরাট ও হিমাচল নিয়ে বিজেপির কেন্দ্ৰীয় নেতৃত্ব যে চাপে রয়েছেন তা বলাই বাহুল্য |
0 comments:
Post a Comment