NNS:ভারতের ইতিহাসে বোধহয় প্রথমবার প্ৰাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে মুক্তধারায় ফিরতে চলেছে ৯৩ কারাবন্দী |কেন্দ্রের মোদী সরকার উত্তরপ্রদেশ সরকারকে পরামর্শ দেওয়ার পর প্ৰাক্তন প্রধানমন্ত্রী তথা অধুনালুপ্ত জনসঙ্ঘ,বর্তমান বিজেপির পুর্বতন শীর্ষ নেতা অটলবিহারী ৯৩ তম জন্মদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি রাজ্য সরকার ৯৩ জন কারাবন্দী কে জীবনের পথে মুক্ত করতে চলেছে |
যোগি আদিত্যনাথের সরকারের তরফে জানান হয়েছে যে সব কারা আবাসিকদের সাজা সম্পুর্ণ হয়েছে অথচ অর্থের অভাবে আদালতের নির্দেশিত জরিমানা দিতে তারা ব্যর্থ তাদের চিহ্নিত করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে দেওয়া হবে |সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার দেখবে একটা সাজা শেষ করার পর দোষী সাব্যস্ত কারাবন্দী অন্য কোন মামলায় দণ্ডিত হয়েছেন কিনা |সুত্রের খবর উত্তরপ্রদেশ প্রশাসন ইতিমধ্যেই ১৩৫ জনের তালিকা তৈরি করেছে যা থেকে ৯৩ জন কে কারামুক্ত করা হবে |
প্রশাসনের তরফে সমাজসেবী সংগঠনের সঙ্গেও কথা বলা হোয়েছে |যারা ৯৩ জন দোষীর জরিমানাও চুকিয়ে দেবে |প্রসঙ্গত ২৫ ডিসেম্বর বড়দিনের দিন ভারতের প্রাক্তন প্রধাণমন্ত্রী গেরুয়া শিবিরের শীর্ষ নেতা অটলবিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছিলেন |কেন্দ্রের মোদী সরকার ও বিজেপি শীর্ষ নেতাদের সবুজ সংকেত দেবার পর যোগি আদিত্যনাথের নেতৃত্বে উত্তপ্রদেশে বিজেপি সরকার ৯৩ জন জেলবন্দীকে মুক্তি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ ও শীর্ষ ব্যাক্তিরা |
যোগি আদিত্যনাথের সরকারের তরফে জানান হয়েছে যে সব কারা আবাসিকদের সাজা সম্পুর্ণ হয়েছে অথচ অর্থের অভাবে আদালতের নির্দেশিত জরিমানা দিতে তারা ব্যর্থ তাদের চিহ্নিত করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে দেওয়া হবে |সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার দেখবে একটা সাজা শেষ করার পর দোষী সাব্যস্ত কারাবন্দী অন্য কোন মামলায় দণ্ডিত হয়েছেন কিনা |সুত্রের খবর উত্তরপ্রদেশ প্রশাসন ইতিমধ্যেই ১৩৫ জনের তালিকা তৈরি করেছে যা থেকে ৯৩ জন কে কারামুক্ত করা হবে |
প্রশাসনের তরফে সমাজসেবী সংগঠনের সঙ্গেও কথা বলা হোয়েছে |যারা ৯৩ জন দোষীর জরিমানাও চুকিয়ে দেবে |প্রসঙ্গত ২৫ ডিসেম্বর বড়দিনের দিন ভারতের প্রাক্তন প্রধাণমন্ত্রী গেরুয়া শিবিরের শীর্ষ নেতা অটলবিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছিলেন |কেন্দ্রের মোদী সরকার ও বিজেপি শীর্ষ নেতাদের সবুজ সংকেত দেবার পর যোগি আদিত্যনাথের নেতৃত্বে উত্তপ্রদেশে বিজেপি সরকার ৯৩ জন জেলবন্দীকে মুক্তি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ ও শীর্ষ ব্যাক্তিরা |
0 comments:
Post a Comment