Indiapost24 Desk:কদিন ধরে ঘূর্ণাবর্তের জেড়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলো পৰ্যাপ্ত শীত |শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে দু-দুটি নিম্নচাপ অক্ষরেখার ভ্রুকুটি |অবশেষে সেই রাহু কাটিয়ে কনকনে শীতের আমেজ ফিরছে পশ্চিমবঙ্গে |সুখবরটা দিল আবহওয়া দপ্তর |
আলিপুর হাওয়া অফিস থেকে আবহাওয়াবিদরা জানালেন বড়দিনের পরই কলকাতা সহ রাজ্যে নামবে পারদ |বর্ষবরণের মুহুর্ত তাই ছুটির আনন্দ লুটে নিতে পারবেন আপামর বাঙালি | |কলকাতা,হাওড়া ,হুগলি,দুই মেদিনীপুর,দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গে এমনকি উত্তরবঙ্গেও ঠান্ডার আমেজ অনুভুত হবে |
আলিপুর হাওয়া অফিস থেকে আবহাওয়াবিদরা জানালেন বড়দিনের পরই কলকাতা সহ রাজ্যে নামবে পারদ |বর্ষবরণের মুহুর্ত তাই ছুটির আনন্দ লুটে নিতে পারবেন আপামর বাঙালি | |কলকাতা,হাওড়া ,হুগলি,দুই মেদিনীপুর,দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গে এমনকি উত্তরবঙ্গেও ঠান্ডার আমেজ অনুভুত হবে |
0 comments:
Post a Comment