লোভকে ত্যাগ করতেই বিজেপিতে আশা : জয় ব্যানার্জী

স্নেহাশিষ মুখার্জি :তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে বৃহস্পতিবার বর্ধমানের রায়নার এক জনসভায় বিজেপি নেতা জয় ব্যানার্জী বলেছিলেন বিগত দিনে বর্ধমানের রায়না পরিচিত ছিল লালবাবুদের দেশ নামে তাই তাঁদেরকে স্মরণ করতেই তাঁর লাল জামা পরে আসা আর ঐ 'লালজামার হাতের কালো বর্ডারকে ' তিঁনি চাঁদের কলঙ্কের সঙ্গে লালবাবুদের সময়ের দুর্নিতির তুলনা করেছিলেন, আর আজ শুক্রবার বর্ধমানের কাঁকসারে এক জনসভায় মঞ্চ থেকে তিঁনি বলেন এখন সবুজ বাবুদের জামানা ,তাই তিঁনি সবুজের মধ্যে কালো ছোপ জামা পরে এসেছেন তাঁর কারণ হিসাবে তিঁনি জনসমক্ষে ব্যাখ্যা করেন যে অল্প সময়ের মধ্যেই লালবাবুদের চেয়ে সবুজবাবুদের দূর্নীতি পাহাড় প্রমাণ হয়ে গেছে ,তাই তাঁর এই চিন্তাধারা |এরপর তিঁনি মূখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে কলঙ্ক মুক্ত পশ্চিমবঙ্গ গড়বেন কথা দিয়েছিলেন মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃনমূল সরকার,সেই লালের থেকেও সবুজের কলঙ্ক আজকে বেশি হয়ে গেছে | মানুষ হাহাকার করছে |ক্যান্সার যেমন সবচেয়ে বড় রোগ তেমনি  মানুষের আর একটি রোগ হচ্ছে লোভ| আর সর্বশেষে ২০২১ সালে তিঁনি এই কাঁকসার মাটিতেই কোন কালো ছোপ ছাড়াই গেরুয়া বস্ত্র পরে আসবেন বলে জনসমক্ষে জোর গলায় দাবি করেন | 

এরপর গেরুয়া রংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন গেরুয়া রংয়ের অর্থ হল ত্যাগ ,"যে লোভকে ত্যাগ করতে পারবে " তাই এই রঙে উধ্বুদ্ধ হয়েই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতেই তাঁর এই গেরুয়া ভূষণে ভূষিত হয়ে বিজেপিতে যোগদান করা | এরপর তিঁনি বলেন যাঁরা বিজেপি করেন তাঁরা ছোট গদিতে শোয় , অল্প বিস্তর পাজামা পাঞ্জাবি পরেন | বিজেপির প্রধান উদ্দেশ্য দেশভক্ত , দেশকে ভক্তি করা শ্রদ্ধা করা , ভালবাসা এবং মানুষের জন্য দেশের ভালোর জন্য সমস্ত কিছু এমনকি জীবন পর্যন্ত্য হাসতে হাসতে ত্যাগ করা | এইভাবে একটু একটু করে বিজেপির প্রচারের মুখ জয় ব্যানার্জীর ভাষণে উদ্বুদ্ধ হয়ে রোজ মানুষ বিজেপিতে যোগদান করছে | আজও কাঁকসারে ৮০ টা তৃণমূল পরিবার তাঁর ভাষণে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment