নদীয়ার হাঁসখালিতে অবৈধ ভাবে বাংলাদেশী-রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

Indiapost24 Desk:নদীয়া জেলার হাঁসখালিতে অবৈধ ভাবে বসবাস করা বাংলাদেশিদের নিয়ে রাজ্যের জবাব চাইল কলকাতা হাইকোট। আগামী মঙ্গলবার রাজ্যকে এই বিষয়ে জবাব দিতে হবে।শুক্রবার এই নিদেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। মামলাকারী সুশেন বিশ্বাসের অভিযোগ হাসখালিতে শিশু শিক্ষা কেন্দ্র নামে একটি স্কুল আছে। বহুদিন ধরেই ওই স্কুলটি চলছে। বেশ কয়েক বছর ধরে ওই স্কুলের জমি বেআইনীভাবে দখল করে বসে আছে একটি পরিবার। ওই পরিবারের সদস্য হরিদাস বড়ুয়া, পুতুল বড়ুয়া ও বিনয় বড়ুয়ার নামে এদেশের ভোটার কার্ড,রেশন কার্ড  এমনকি আধার কার্ডও আছে। আবার তাদের নামে বাংলাদেশের বৈধ পাসপোর্টও আছে। 
আদালতের কাছে তার আইনজীবী অভি্যোগ করে জানান, মামলাকারী এই বিষয়টি নিয়ে স্থানীয় থানা, জেলা পুলিশ সুপার এবং এসডিপিওকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। তিনি আদালতের কাছে এও জানিয়েছেন, শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে সব জানেন। তারাও কিছু করছেন না।। মামলাকারীর আশঙ্কা এই ভাবে আরও অনেক পরিবার এপারে রয়েছে। তার হদিশ পাওয়া দরকার হয়ে পড়েছে। তাই তিনি আদালতে এসছেন। অভিযোগ শোনার পর আদালত রাজ্যের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে। 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment