ডিজিটাইজেশনের মাধ্যমে বিধানসভার সমস্ত তথ্যই মানুষের সামনে তুলে ধরতে হবে :মুখ্যমন্ত্রী


Indiapost24 Desk:পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত বই ও নানা দলিলের ডিজিটাইজেশন করা হবে |একইভাবে দেশবাসীর পাশাপাশি বিদেশিরাও যাতে এই সব তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন ,সেই চেষ্টা করা হবে |বিধানসভায় প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করার পর মুখ্যমন্ত্রী বলেন ট্রান্সপারেন্সি ,একাউন্টেবিলিটি ,ক্রেডিটিবিলিটি বজায় রেখে তা সাধারন মানুষের সামনে তুলে ধরা উচিত |বিধানসভাতেও গণতন্ত্রের ধারা বজায় রাখতে হবে |বিধানসভা গণতন্ত্রের মন্দির,মসজিদ,গুরুদ্বার ,গির্জা |
কলকাতা ও রাজ্য পুলিশের যে লাইব্রেরী আছে যা উন্নত করতে হবে |বিধানসভার লাইব্রেরীতে যে সতীদাহ প্রথা বিল রাখা আছে তা দেশের সংসদ ও গ্রহণ করেছে |এগুলিকে ই -লাইব্রেরীর মাধ্যমে তুলে ধরতে চান মূখ্যমন্ত্রী |মূখ্যমন্ত্রী বলেন ,এই বিল্ডিং হলে লাইব্রেরীর পরিধিও বাড়বে |সম্প্রতি লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়ী হেরিটেজ ঘোষণার সময় আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিলর ডিরেক্টরের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ১ লক্ষ বাংলা বই তারা ইংরেজিতে অনুবাদ করেছেন |তাই ই -লাইব্রেরী তৈরিতে উচ্চশিক্ষা দপ্তর  সহায়তা করতে পারে |


(Source-AITC)
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment