জিডি বিড়লা স্কুল নিয়ে জনস্বার্থ মামলার অনুমতি হাইকোর্টের

Indiapost24 Desk: জিডি বিড়লা স্কুলের ঘটনা নিয়ে আজ জনস্বার্থ  মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোট। সোমবার  হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি জোতির্ময় ভট্টাচার্যীর ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছে। এদিন আদালত শুরু হতেই এই বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।তিনি আদালতকে জানান, এই ঘটনার জন্য আদালতের স্বত:প্রণোদিত ভাবে মামলা দায়ের করা উচিত। বিষয়টি অত্যন্ত অসামাজিক ও নিন্দনীয়। অবিলম্বে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার অনুমতি দিক মহামান্য আদালত। দাবি অনুযায়ী অবিলম্বে স্কুলে যাওয়া বাচ্চা মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। আইনজীবীর কাছ থেকে সব শোনার পরই এই ডিভিশন তাকে এই ব্যাপারে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আদালতের বাইরে রমাপ্রসাদ জানান, অবিলম্বে স্কুলে সিসিটিভি বসাতে হবে। বাচ্চাদের বাথারুমে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলা কর্মীকে নিয়োগ করতে হবে। এছাড়া বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া গাড়িতেও একজন করে মহিলা রাখতে হবে। সম্ভবত আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে চলেছে ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment