সবং এ শাষক ও বিজেপির মধ্যে গোপণ বোঝাপড়া হয়েছে দাবী বাম দলগুলির

Snehasis Mukherjee:কংগ্রেস ত্যাগী তৃণমুলের বর্তমান রাজ্যসভার সাংসদ মানস ভুইয়ার পদত্যাগ করায় সবং বিধানসভা কেন্দ্রে ২১ ডিসেম্বর উপনির্বাচন হতে চলেছে |এই উপনির্বাচনকে কেন্দ্র করে একদিকে বামশিবির অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে চলেছে |বিজেপি ১৮ কোম্পানি আধা সেনা দাবি করলেও নির্বাচন কমিশন মাত্র ৮টি কম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে |এদিকে সিপিএম কেন্দ্রিয় আধা সেনাকে বসিয়ে রাখা হবে বলেই উদ্বেগ প্রকাশ করেছে |সবং এ শাষক দল তৃণমুল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপণ বোঝাপড়া হোয়েছে বলেও অভিযোগ করেছেন বাম দলগুলি |সবং উপনির্বাচনে সন্ত্রাস,রিগিং ,আক্রমণের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেছেন বিরোধি দল |এই কেন্দ্রে কংগ্রেস ও বামদের বোঝাপড়া না হওয়ায় তৃণমুল কংগ্রেসের পক্ষে এই আসন জয় নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে না তৃণমুল শিবিরে |মুকুল রায় বিজেপির পক্ষে ক্রমেই বোঝা হয়ে দাঁড়াবেন বলে প্রচার চালাচ্ছে তৃণমুল কংগ্রেস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment