ছুটির দিনে বিশেষ বেঞ্চ ঘিরে বিবাদে আইনজীবী ও কোর্ট প্রশাসন

Indiapost24 Desk:সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে আইনজীবীদের রোষের  মুখে হাইকোটের প্রশাসনিক মহল। আগামী শনিবার থেকে কলকাতা হাইকোটে শুরু হতে চলেছে বিশেষ ফৌজদারি বেঞ্চ। সেই নিয়েই শুরু হয়েছে চাপান উতোর। আইনজীবীদের তিনটি সংগঠনই জানিয়ে দিয়েছে তারা আদালতের প্রশাসনিক এই সিদ্ধান্ত মেনে নিতে পারবেন না।যদিও আদালত প্রশাসনের এতে করণীয় বিশেষ  কিছু নেই।কেন না, তাদেরকে সুপ্রিম কোর্টের নিদেশকে মানতেই হবে।দেশের গরীব মানুষদেরকে আইনি পরিষেবা পৌছে দেওয়ার জন্য দেশের সবকটি হাইকোর্ট কে নিদেশ দিয়েছিলদেশের সর্বোচ্চ আদালত । দেখা গিয়েছে অনেক গরীব মানুষ দিনের পর দিন বিনা বিচারে সাজা খেটে চলেছে। তার টাকা নেই কোনও আইনজীবী নিয়োগ করার। তাদের জন্য রাজ্য লিগাল এইড থেকে আইনজীবী দেওয়া হয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে মামলার সময়ই সেই আইনজীবীকে পাওয়া যায় না। যার ফলে মামলা চলে যায় অতান্তরে। আবার এটাও দেখা গিয়েছে অনেকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এসছেন। কিন্তু ঠিক মতো আইনজীবী তিনি পাননি যার ফলেও মামলার ভবিষ্যত খারাপ হয়ে যায়। এই করেই মামলার পাহাড় জমে যাচ্ছে। কোনও কিছুই হচ্ছে না। এর ফল ভুগতে হয় নিম্নবীত্ত ও গরীব মানুষদের। এই সব মানুষদের কাছে আইনি পরিষেবা পৌছে দিতেই  দেশের সর্বোচ্চ বিচারালয়  দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছিল। তার জন্য এই বিশেষ বেঞ্চ বসানোর নির্দেশ দেয়া হয় । মূলত সেই বিশেষ নির্দেশ কেই কার্যকরী করতে গিয়েই সমস্যার সম্মুখীন হয় আজ কলকাতা হাইকোটের প্রশাসনিক মহল।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment