NNS -ইউরোপে দিন দিন মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্রিটেন জার্মানি বা ফ্রান্সই নয় মার্কিন মুলুকেও নতুন জনসংখ্যার চিত্রে উদ্বেগ বাড়ছে |বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যার অনুপাতে ২০৫০ সালে ইউরোপের চেহারা কেমন দাঁড়াবে ?মার্কিন গবেষণা সেন্টার 'পিউ রিসার্চ সেন্টার 'অভিবাসনের হার বিবেচনায় এর যে নানা চিত্র দাঁড় করিয়েছে ,তাতে দেখান হয়েছে মুসলিম জনসংখ্যা বিরাট বৃদ্ধি ঘটবে বিভিন্ন দেশে |পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের বিভিন্ন হার বিবেচনায় নিয়ে ইউরোপে মুসলিম জনসংখ্যা সম্পর্কে ৩ ধরনের পূর্বাভাস দিয়েছে |এতে বলা হোয়েছে যদি অভিবাসন শুন্যে নামিয়ে আনা হয় তারপর ও ইউরোপে মুসলিম জনসংখ্যা বর্তমানের ৪.৯ % থেকে বেড়ে দাঁড়াবে ৭.৪ % |
কোন দেশে কত মুসলিম ২০১৬ সালের বিবেচনায় ইউরোপের ৩০ দেশের মুসলিম জনসংখ্যা এই মুহুর্তে ২ কোটি ৫৭ লক্ষ |মোট জনসংখ্যার ৪.৯ %.এর মধ্যে জনসংখ্যার অনুপাতে বেশি মুসলিম আছে ফ্রান্সে.দেশটিতে বাস করে প্রায় অর্ধ কোটি মুসলিম (৪৯লক্ষ ৫০ হাজার )|ফ্রান্সে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিম হচ্ছে ৮.৮ %.ইউরোপে ৩০ দেশে এর মধ্যে মুসলিম দ্বিতীয় বৃহত্তম সংখ্যায় আছে জার্মানিতে |মোট জনসংখ্যার ৬.১ %.মোট মুসলিম সংখ্যা ৫৭ লক্ষ ২০ হাজার |ব্রিটেনে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের সংখ্যা জার্মানির তুলনায় বেশি ৬.৩ %.ব্রিটেনে মুসলিম জনসংখ্যা ৪১ লক্ষ ৩০ হাজার |এছাড়া ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যাই মুসলিম আছে নেদারল্যান্ডস ,ইতালি ,স্পেন ,সুইডেন |
কোন দেশে কত মুসলিম ২০১৬ সালের বিবেচনায় ইউরোপের ৩০ দেশের মুসলিম জনসংখ্যা এই মুহুর্তে ২ কোটি ৫৭ লক্ষ |মোট জনসংখ্যার ৪.৯ %.এর মধ্যে জনসংখ্যার অনুপাতে বেশি মুসলিম আছে ফ্রান্সে.দেশটিতে বাস করে প্রায় অর্ধ কোটি মুসলিম (৪৯লক্ষ ৫০ হাজার )|ফ্রান্সে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিম হচ্ছে ৮.৮ %.ইউরোপে ৩০ দেশে এর মধ্যে মুসলিম দ্বিতীয় বৃহত্তম সংখ্যায় আছে জার্মানিতে |মোট জনসংখ্যার ৬.১ %.মোট মুসলিম সংখ্যা ৫৭ লক্ষ ২০ হাজার |ব্রিটেনে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের সংখ্যা জার্মানির তুলনায় বেশি ৬.৩ %.ব্রিটেনে মুসলিম জনসংখ্যা ৪১ লক্ষ ৩০ হাজার |এছাড়া ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যাই মুসলিম আছে নেদারল্যান্ডস ,ইতালি ,স্পেন ,সুইডেন |
0 comments:
Post a Comment