পশ্চিমবঙ্গ -উত্তরপূর্বেও হিন্দুত্বের আগ্রাসী রাজনীতি ......

NNS:২০১৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনের আগে সারা দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া ছড়িয়ে দিতে মরিয়া আরএসএস -বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি নেতৃত্ব এমনটাই মনে করছে বিজেপি বিরোধি রাজনৈতিক মহল |পূর্বতন জনসংঘ ,অধুনা বিজেপির মাদার উইং আরএসএসের নেতৃত্বে হিন্দুত্ববাদীদের আগ্রাসনের মনোভাব ফুটে ওঠায় দেশজুরে ধর্মভিত্তিক মেরুকরণের রাস্তায় যাওয়ার কৌশল নিয়েছেন মোদি শিবির |
গুজরাটের বিধানসভা নির্বাচন টাফ হওয়ায় ও পরাজয়ের আশংকা বিরাজ করায় আগামীদিনে আগ্রাসী হিন্দুত্বের রাজনীতি দিয়ে বিজেপি অর্থনৈতিক ফ্রন্টে ব্যার্থতাকে ঢাকা দিয়ে নির্বাচনে বাজিমাত করার কৌশল নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল |মোদীর নেতৃত্বে বর্তমান বিজেপি সরকার আসলে কর্পোরেট হিন্দুত্বের রাজনীতি করে উন্নয়নে ব্যার্থতা ও অর্থনৈতিক ফ্রন্টে চরম ব্যার্থতাকে সামাল দিতে চাইছেন বলেই মনে করছে কংগ্রেস সহ বামপন্থী শিবির |
আরএসএস দেশের উত্তরপূর্বাঞ্চল ,পশ্চিমবঙ্গ ,উড়িষ্যার মতো রাজ্যতে অনুপ্রবেশ জনসংখ্যার চিত্রের পরিবর্তনকে হাতিয়ার করতে চাইছেন |পশ্চিমবঙ্গে হিন্দুত্ত্বের আগ্রাসী মনভাব গড়ে তুলতে দলিয় প্রচারে যোগি আদিত্যনাথের মতো দলের উগ্র হিন্দুত্বের মুখের ওপর অনেকটাই নির্ভর করছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে হিন্দুত্বের কার্ড খেলে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম সংখ্যালঘু তাসকে ব্যাবহার করে এই রাজ্যে ধৰ্মীয় মেরুকরণের তৎপরতা বাড়াবেন বলে মনে করছে কংগ্রেস ও বাম শিবিরের নেতারা |একই কায়দায় ত্রিপুরা ও উড়িষ্যাতেও বিজেপি ও হিন্দুত্ববাদী শিবির চড়া হিন্দুত্বের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক বাজিমাত করার কৌশল নিয়েছেন |

আসামে ক্ষমতায় আসার পর বিজেপি ধর্মীয় মেরুকরণকে জোরদার করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেস , এ ই উডিএফ বামদল গুলির | রাজনৈতিক মহলের অনুমাণ যে , গুজরাটে বিজেপির ফল খারাপ হলে এবার সরাসরি হিন্দু তাসে ভর করে মধ্যপ্রদেশ , রাজস্থান , ছত্রিশগড়ের মত বিজেপি শাসিত রাজ্যে নিজেদের দুর্গ রক্ষার জন্য ঝাঁপাবে সংঘ পরিবার ও তাঁদের রাজনৈতিক শাখা বিজেপি | পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে হিন্দুবাদী চড়া আগ্রাসনের রাজনিতিতে ঝাঁপানোর কৌশল নেবে তাঁরা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment