রোড শো এর অনুমতি পেলেন না মোদী -রাহুল-অমিতরা

মৃত্যুঞ্জয় সরদার :গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পাকিস্তান ভিত্তিক সীমান্তপার জঙ্গিদের হামলার আশঙ্কায় আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো অনুমতি দিল না পুলিশ। একই ভাবে আহমেদাবাদে দ্বিতীয় পর্বের  নিবার্চনের শেষদিকে রোড শো করার অনুমতি দেওয়া হয়নি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী,বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। যদিও কংগ্রেসের সরাসরি অভিযোগ যে রাহুল গান্ধীর রোড শো কে টেক্কা দিতে পারবেন বুঝতে পেরেই বিজেপি নেতৃত্বের চাপেই প্রশাসন এই ধরনের সিধান্ত নিয়েছে। কংগ্রেসের কটাক্ষ যে,এভাবে কংগ্রেসকে বেকায়দায় ফেলেও বিজেপির রাজনৈতিক কোনো লাভ হবে না। গুজরাট তাদের অবশ্যই হাতছাড়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য্ যে,গুজরাট নিবার্চনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের আগেই আগামী কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহমেদাবাদে ধারনিধর ডেরাসর থেকে বাপুনগড় পর্যন্ত  রোড শো করার কথা ছিল। 


অন্যদিকে ,একইদিনে জগন্নাথ মন্দির মেমকো চর রাস্তা পর্যন্ত রোড শো করার কথা ছিল রাহুল গান্ধীরও । বিজেপি ও কংগ্রেসের তরফে এবিষয়ে আহমেদাব পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। নিরাপত্তার খতিয়েই তাঁদের অনুমতি দেওয়া হয়নি বলে জানান আহমেদাবাদের পুলিশ কমিশনার অনুপ কুমার সিং। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে,রোড শোতে হামলার আশঙ্কা রয়েছে। সেই কথা মাথায় রেখেই রোড শো এর অনুমতি দেওয়া হয়নি.. গত শনিবার গুজরাটের প্রথম দফায় নিবার্চন শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় ভোট, তার আগে কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে মদ্ধ  ও দক্ষিন গুজরাট এহমেদাবাদ সহো গান্ধীনগর।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment