বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হলো কৃষ। এর প্রথম তিনটি সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার কারণে চতুর্থ বার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাই এবারও কৃষ হয়ে আসছেন হৃতিক।
তবে ঠিক কবে নাগাদ সিনেমাটি দর্শকদের সামনে আসবে এ নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা এতদিন দেননি তারা। অবশেষে ১০ জানুয়ারি হৃতিকের ৪৪তম জন্মদিনে কৃষ-ফোর মুক্তির তারিখ জানালেন এ অভিনেতার বাবা ও কৃষ প্রযোজক রাকেশ রোশান।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে রাকেশ রোশান জানান , কৃষ-4 ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে। হৃতিকের জন্মদিনে আপনাদের জন্য এই উপহার। শুভ জন্মদিন হৃতিক।’
হৃতিক থাকলেও নায়িকা ও খলনায়ক থাকবেন নতুন। এতে খল চরিত্রে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সবকিছু ঠিক থাকলে এবার পর্দায় হৃতিক ও নওয়াজের লড়াই দেখতে পাবেন দর্শক।
তবে ঠিক কবে নাগাদ সিনেমাটি দর্শকদের সামনে আসবে এ নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা এতদিন দেননি তারা। অবশেষে ১০ জানুয়ারি হৃতিকের ৪৪তম জন্মদিনে কৃষ-ফোর মুক্তির তারিখ জানালেন এ অভিনেতার বাবা ও কৃষ প্রযোজক রাকেশ রোশান।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে রাকেশ রোশান জানান , কৃষ-4 ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে। হৃতিকের জন্মদিনে আপনাদের জন্য এই উপহার। শুভ জন্মদিন হৃতিক।’
হৃতিক থাকলেও নায়িকা ও খলনায়ক থাকবেন নতুন। এতে খল চরিত্রে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সবকিছু ঠিক থাকলে এবার পর্দায় হৃতিক ও নওয়াজের লড়াই দেখতে পাবেন দর্শক।
0 comments:
Post a Comment