ত্রিপুরার নির্বাচন নিয়ে অভিযোগ -পাল্টা অভিযোগ!!!

NNS:১৮ই  ফেব্রুয়ারি ৬০  আসন বিশিষ্ট উত্তর-পূর্বের বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে। সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচনে জিততে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে। 
নির্বাচনের আগেই গেরুয়া শিবিরকে আক্রমণ করে মানিক সরকার বলেন যে, ত্রিপুরার বিজেপি জিততে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। সেই লক্ষ্যে তারা জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়েছে। 
এদিকে অসমের মন্ত্রী তথা ত্রিপুরা বিজেপির বিশেষ পর্যবেক্ষক হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে, জনগণকে বিভ্রান্ত করতে মানিক সরকার সহ সিপিএম নেতারা যাই বলুন, এবার ত্রিপুরায় তাদের রাজনৈতিক শাসনের ইনিংস সমাপ্ত হতে চলেছে। ত্রিপুরায় কমিউনিস্টরা ক্ষমতা হারাবে ,জিতবে জাতীয়তাবাদীরা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment