পঞ্চায়েতে প্রার্থী বাছাইতে টোটকা "অভিষেক-তন্ত্র"

Indiapost24 Web Desk:সামনেই ২০১৮-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বেশি বেশি  করে যুব জনপ্রতিনিধিকে রাজনীতিতে আনতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় কারণ গত 21 জুলাই ধর্মতলায় ও তার পর আবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেন যে  আগামী নির্বাচনে আরো বেশি করে ছাত্র ও যুবকদের কে প্রার্থী করতে চান তিনি আর সেই উদ্যোগেই  শুরু হয়েছে জেলায় জেলায় অর্থাৎ রাজ্যে সর্বত্র গোপনে তৈরি চলছে  তালিকা তবে কোনটাই এখনও চূড়ান্ত নয় শেষ সীলমোহর দেবে রাজ্য নেতৃত্ব..

 জেলার স্তরের নেতাদের বক্তব্য থেকে জানা গিয়েছে এখনো পর্যন্ত দলের যা দির্দেশ তারা পেয়েছেন  তাতে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উভয় ক্ষেত্রেই  জেলা নেতৃত্বকেই  প্রার্থী তালিকা তৈরি করতে বলা হয়েছে আর জেলা পরিষদের প্রার্থীদের নাম পাঠাতে হবে সরাসরি রাজ্যকে আর সেখানেই তৈরি হবে চূড়ান্ত তালিকা ..

 এই প্রসঙ্গে বিভিন্ন নেতারা তাদের বক্তব্য পোষণ করে বলেন তৃণমূল নেত্রী বরাবরই যুবসমাজকে সামনে রেখে কাজ করেন এখন যারা প্রবীণ নেতা তাদের মধ্যে অনেকেই যুব হিসাবে কাজ করছেন, নেত্রী নিজেও একসময় যুব রাজনীতি করতেন  তবে যাই হোক না কেন  দলনেত্রী যা নির্দেশ দেবেন সেটাই সবাইকে মেনে নিতে হবে তাই  ৩১ শে জানুয়ারী দলের কোর্ কমিটির বৈঠক আর সেখানেই এই বিষয় নিয়ে চূড়ান্ত খবর পাওয়া যাবে বলে তাদের দাবি..  

তবে এর নেপথ্যে আবার "অভিষেক-তন্ত্র" এর গন্ধ পাচ্ছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মহল তাই এবারের পঞ্চয়ের নির্বাচনে যুব প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অভিষেক অনুগামীদের সুযোগ অনেক বেশি থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment