NNS:বিজেপি তিন তালাক বিরোধি বিল কে সামনে রেখে দেশজুড়েই মুসলিম সমাজের মহিলাদের একাংশের সমর্থন পেতে মরিয়া হোয়ে উঠেছে |পশ্চিমবঙ্গেও তৃনমূল কংগ্রেসের মুসলিম সমর্থন গণভিত্তিতে দুর্বল করার কৌশল নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা |
কেন্দ্ৰীয় বিজেপি নেতৃত্ব ও আর এস এসের পরামর্শ মেনে তিন তালাক বিরোধি বিলের কথা সামনে এনে মুসলিম মহিলাদের একাংশকে কাছে পেতে সমর্থ হচ্ছেন বিজেপি নেতারা |তিন তালাক নিয়ে মামলাকারি হাওড়া এর বাসিন্দা ইসরাত জাহান ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন |
তার সঙ্গে বিজেপিতে এলেন ইসরাত জাহানের মহিলা আইনজিবী নাজিয়া ইলাহী খান |যিনি অতীতে বিজেপির বিরুদ্ধে নানা আন্দোলন করেছিলেন ,এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশপুত্তলিকা জ্বালিয়ে ছিলেন সেই নাজিয়া এখন গেরুয়া শিবিরে |মোদী বিরোধি মুসলিম নেত্রীর হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া হয় |
এর আগেই ইসরাত জাহানকে দলে যোগদান করিয়েছিলেন বিজেপির নেতানেত্রীরা |তিন তালাকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ইসরাতের সঙ্গে জড়িয়েছিলেন নাজিয়া ইলাহি খান |উলুবেরিয়া কেন্দ্রে এখন ও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি |এই দুই মুসলিম মহিলার মধ্যে একজনকে উলুবেড়িয়া প্রার্থী করার কথা ভাবনা চিন্তা চলছে |নাজিয়া ইলাহি খান বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ছিল |
শেষ পর্যন্ত মুকুল রায় ,দিলীপ ঘোষ এর হাত ধরে নাজিয়া দলে এলেন | প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই নাজিয়া ইলাহি খান সমাজসেবী ও মানবধিকার কৰ্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন |তাই বিজেপি তাকে সামনে রেখে মুসলিম মাহিলাদের নতুন বার্তা দিতে চাইছেন |
প্রসঙ্গত অতীতে নাজিয়া ইলাহি খান বিজেপি আরএসএস এর পাশে নরেন্দ্র মোদীর বিরোধিতায় সরব হয়েছিলেন |আজ বিজেপি নেতৃত্ব নাজিয়াকে দলে নিলেও বিজেপির রাজনৈতিক লাভ কতটা হবে তা নিয়ে বিজেপির সেন্টার আরএসএসের কেশব ভবনের কর্তাদের মনে সংশয় রয়েছে |
তবে বিজেপির ক্ষমতাসীন রাজ্য নেতারা মনে করছেন ,তাঁকে রাজ্য বিজেপির মুসলিম মহিলা মুখ করে কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়া সম্ভব হবে |
0 comments:
Post a Comment