বাংলাদেশে ধৃত ভারতীয় মাওবাদী ..

NNS:সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে লুকিয়ে থাকা সশস্ত্র ভারতীয় এক মাওবাদীকে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দারা গ্রেপ্তার করেছে |
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসমের মাওবাদী নেতাকে উত্তর বাংলাদেশের লালমনিহাটের পাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ধৃত মাওবাদী এর বিরুদ্ধে খুন ,নাশকতা সহ ৬০ টি অভিযোগ রোয়েছে |

সূত্রের খবর ,তাকে গ্রেপ্তারের পর বাংলাদেশে এর পুলিশ ও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে |পশ্চিমবঙ্গের অসম সিমান্তবর্তী কোচবিহার জেলায় লাগোয়া লালমনিরহাটে এক মাওবাদীকে গ্রেপ্তার করা হোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment