সুপ্রিম কোর্টে ব্রাত্য চার বিদ্রোহী বিচারপতি

প্রধান বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে চার সিনিয়র বিচারপতির মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা চললেও , প্রধান বিচারপতি দীপক মিশ্র এখন অনড় অবস্থান নিচ্ছেন | বিচারপতিদের দ্বন্দে  কংগ্রেস সেভাবে মুখ না খুললেও এর পিছনে পিএমও অফিস,বিজেপির হাত রয়েছে বলে মনে করছেন | 
দেশ জুড়েই দাবি উঠতে শুরু করেছে যে অবিলম্বে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ ডেকে সমস্যার সমাধান করা |এদিকে সূত্রের খবর যে , বিদ্রোহী চার বিচারপতি ছাড়াই কাজ চালিয়ে যেতে আগ্রহী মুখ্য বিচারপতি দীপক মিশ্র | আর তাই বিদ্রোহী চার বিচারপতিকে বাদ দিয়েই গুরুত্বপূর্ণ মামলা শুনতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল |
 সেই বেঞ্চের মাথায় রয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্র নিজে | চার বিদ্রোহী বিচারপতি জে চেলারমেস্বর , রঞ্জন গগৈ ,এম বি লকুর , ও কুরিয়ান জোসেফকে এই বিচারপতির মধ্যে ধরা হয়নি | অথচ পদমর্যাদায় মুখ্য বিচারপতি পরে সুপ্রিম কোর্টে দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী হলেন জে. চেলারামেস্বর |যে পাঁচ জনের বেঞ্চ তৈরি হয়েছে তাতে মুখ্য বিচারপতি দীপক মিশ্র বাদেও রয়েছেন এ কে শিকড়ি , বিচারপতি এ এম খানউইলকর , বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় , ও বিচারপতি অশোকভূষণ |
 আগামী ১৭ ঐ জানুয়ারি থেকে গুরুত্বপুর্ণ মামলাগুলি এই বেঞ্চে শুনবে | নতুন তৈরি বেঞ্চে আধার মামলা,সমকামিতা মামলা ,সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশ ও দাগি নেতাদের ভোটে লড়া থেকে দূরে থাকার মত গুরুত্বপুর্ণ বিষয় শুনবে বলে জানা গিয়েছে | এদিকে দেশের এটর্নি জেনারেল কে কে বেণুগোপাল দ্রুত সুপ্রিম কোর্টে শান্তি ফিরবে বলে দাবি করেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment