পাকিস্থান সীমান্তে দেখা মিলল এক দল চিনা প্রযুক্তিবিদকে

NNS:পাকিস্থান সীমান্তে দেখা মিলল একদল চিনা প্রযুক্তিবিদকে | পাকিস্থান সীমান্ত বরাবর রাজস্থানের বিকানির জেলায় পাক সীমান্তের কাছে সম্প্রতি বেশ কিছু চিনা প্রযুক্তিবিদকে দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে | ভারত সীমান্তে পাকিস্থানের জমিতে কয়েকজন চিনা অফিসারকে ঘোরাফেরা করতে দেখা যায় | 
এই ঘটনার পরই সীমান্ত রক্ষা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে | জানা গেছে যে , রাজস্থানের ভারত -পাক সীমান্তে পাকিস্থানী সেনাদের নজরদারি চালানোর বিভিন্ন যন্ত্র পরীক্ষা করছিলেন চিনা প্রযুক্তিবিদরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment