Indiapost24 Web Desk : বদলে যাওয়া বাংলায় পথ চলা শুরু করেছে সি প্লেন | সমুদ্র বা নদীতে এই আধুনিক জানে চেপেই এক নিমিষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব | বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাঙালির মনে সেই স্বপ্ন উসকে দিলেন স্পাইস জেটের কর্নধার অজয় সিং | তিঁনি ঘোষণা করলেন সি প্লেনের হাব গড়ে উঠবে এই বাঙলায় | দিঘা গঙ্গাসাগরের মত পর্যটন কেন্দ্রে চলবে এই যান |
পর্যটনেও আসবে নয়া দিশা | এবার গঙ্গাসাগর দিঘার মত নদী ও সমুদ্র ভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি প্লেন চালানো হবে | মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্নধার বলেন 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির এটমিক পাওয়ার প্যান্ট | তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি ' |
তিঁনি আরও জানান , বর্তমানে কলকাতা থেকে গ্যাংটক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে | সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত্য নিয়ে যাওয়া হবে | এখন পশ্চিমবঙ্গে ৭০ টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট | এবছরেই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে |
পর্যটনেও আসবে নয়া দিশা | এবার গঙ্গাসাগর দিঘার মত নদী ও সমুদ্র ভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি প্লেন চালানো হবে | মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্নধার বলেন 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির এটমিক পাওয়ার প্যান্ট | তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি ' |
তিঁনি আরও জানান , বর্তমানে কলকাতা থেকে গ্যাংটক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে | সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত্য নিয়ে যাওয়া হবে | এখন পশ্চিমবঙ্গে ৭০ টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট | এবছরেই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে |
0 comments:
Post a Comment