NNS-চীন তাদের বিতর্কিত এক সন্তান নীতির অবসান ঘটানোর পর চীনে ২০১৭ সালে শিশু জন্ম নেওয়ার সংখ্যা বেড়েছে | চীন এখন এক সন্তানের পরিবর্তে দুই সন্তান নেওয়ার অনুমতি দেয় | গতবছরে ১ কোটি ৭৮ লক্ষ্য ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে চীনে | তার বেশিরভাগই পরিবারের দ্বিতীয় সন্তান তবে চীনা কর্তৃপক্ষ এতো বেশি সংখ্যক শিশুর জন্ম নেওয়া পছন্দ করেনি বলে সূত্রের খবরে প্রকাশ |
চীনের কমিউনিস্ট শাসকরা জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ জারির পর সাম্প্রতিক সময়ে "এক সন্তানের নিতী" কে শিথিলতা আনে | তাঁর পরিপ্রেক্ষিতে এখন চীনা কমিউনিস্ট শাসকদের চক্ষু চড়কগাছ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে |
২০১৬ -১৭ সালে দুই সন্তান নীতির প্রেক্ষিতে যেভাবে জনসংখ্যা এক লাফে ১ কোটি ৭৮ লক্ষ্যের সীমা পার করেছে তাতে চীনের পরিকল্পণা স্বাস্থ্য ও জনসংখ্যক মন্ত্রকের শীর্ষ কর্তাদের উদ্দ্যেগ আর চাপা থাকেনি | এর প্রভাব পড়েছে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বেও | তাঁরা বিষয়টি নিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রন , পরিকল্পণা ও স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন | চীনের কমিউনিস্ট নেতৃত্বের একাংশ আবার "এক সন্তান নিতী" তে ফিরে যাওয়ার পক্ষ্যে | অপরদিকে দলের রক্ষণশীল অংশে জনসংখ্যা বাড়লে মানবসম্পদকে উন্নয়নের কাজে লাগানোর পক্ষ্যে | তাঁরা বর্তমান দুই সন্তানের পক্ষ্যে |
চীনের কমিউনিস্ট শাসকরা জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ জারির পর সাম্প্রতিক সময়ে "এক সন্তানের নিতী" কে শিথিলতা আনে | তাঁর পরিপ্রেক্ষিতে এখন চীনা কমিউনিস্ট শাসকদের চক্ষু চড়কগাছ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে |
২০১৬ -১৭ সালে দুই সন্তান নীতির প্রেক্ষিতে যেভাবে জনসংখ্যা এক লাফে ১ কোটি ৭৮ লক্ষ্যের সীমা পার করেছে তাতে চীনের পরিকল্পণা স্বাস্থ্য ও জনসংখ্যক মন্ত্রকের শীর্ষ কর্তাদের উদ্দ্যেগ আর চাপা থাকেনি | এর প্রভাব পড়েছে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বেও | তাঁরা বিষয়টি নিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রন , পরিকল্পণা ও স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন | চীনের কমিউনিস্ট নেতৃত্বের একাংশ আবার "এক সন্তান নিতী" তে ফিরে যাওয়ার পক্ষ্যে | অপরদিকে দলের রক্ষণশীল অংশে জনসংখ্যা বাড়লে মানবসম্পদকে উন্নয়নের কাজে লাগানোর পক্ষ্যে | তাঁরা বর্তমান দুই সন্তানের পক্ষ্যে |
0 comments:
Post a Comment