নির্মাণ হতে যাচ্ছে টাইগার জিন্দা হ্যায়’র নতুন সিক্যুয়েল


গত ২২ ডিসেম্বর মুক্তি পায় ভাইজানের  ‘টাইগার জিন্দা হ্যায়’। সারাবিশ্ব মিলিয়ে  আয় করেছে ৫০০ কোটি টাকা । আর ভারতে ইতিমধ্যে ৩০০ কোটি টাকা  আয় করে ফেলেছে সিনেমাটি। 
তবে চমকপ্রদ তথ্য হলো, খুব শিগগিরই নির্মাণ হতে যাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’র নতুন আরো এক সিক্যুয়েল। পাশাপাশি আগের দুই পর্বের মতো এবারও সালমানের নায়িকা হিসেবে পাওয়া যাবে বলি বিউটি ক্যাটরিনা কে । সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সাল্লু ।
এ প্রসঙ্গে আরোও বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়’র জন্য ভক্তদের যত দিন অপেক্ষা করতে হয়েছে এবার তার চেয়েও কম সময় অপেক্ষা করতে হবে ‘টাইগার জিন্দা হ্যায়’র এই নতুন আগত সিক্যুয়েল দেখার জন্য।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment