শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই জমে থাকা মামলার সংখ্যা 2লাখ ছাড়িয়েছে। বাকি 23 লাখ মামলা ঝুলছে রাজ্যের অন্যান্য আদালত গুলিতে ।
তবে এই বিশাল সংখ্যক নিষ্পত্তিহীন মামলা কেন জমে রয়েছে, সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু খবর হল, শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই বিচারপতি থাকার কথা 72 জন। সেই জায়গায় রয়েছেন মাত্র 33 জন। অন্যান্য আদালতগুলিতেও প্রায় একই অবস্থা ।
0 comments:
Post a Comment