রাজ্যের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 25 লাখ

রাজ্যের সর্বোচ্চ  আদালত কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালত মিলিয়ে জমে থাকা বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 25 লাখ। বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে রাজ্যের আইনমন্ত্রী ময়ল ঘটক জানান, সর্ব শেষ প্রাপ্ত জুন মাসের হিসাব অনুযায়ী এই সংখ্যক মামলা এখন নিষ্পত্তির অপেক্ষায় প্রহর গুনছে।

শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই জমে থাকা মামলার সংখ্যা 2লাখ ছাড়িয়েছে। বাকি 23 লাখ মামলা ঝুলছে রাজ্যের অন্যান্য আদালত গুলিতে ।

তবে এই বিশাল সংখ্যক নিষ্পত্তিহীন মামলা কেন জমে রয়েছে, সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু খবর হল, শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই বিচারপতি থাকার কথা 72 জন। সেই জায়গায় রয়েছেন মাত্র 33 জন। অন্যান্য আদালতগুলিতেও প্রায় একই অবস্থা ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment