Indiapost24 Web Desk-সারদা চীট গেট কেলেঙ্কারিতে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখ পুড়েছে , তেমনই এবার রোজভ্যালি চীট গেট কাণ্ডে জোর ধাক্কা খেতে চলেছে ত্রিপুরার বাম সরকার |
রোজভ্যালি কাণ্ড ভোটের মুখে সিইপিএমকে যঠেষ্ট বেকায়দায় ফেলেছে | রোজভ্যালিতে ৩৫ হাজার কোটি টাকার দুর্নীতিতে লক্ষ্ লক্ষ্ গরীব ও মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন |
সিপিএম নেত্রী বিজিতা নাথ সহ একাধিক দলীয় নেতার বিরুদ্ধে রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ জেনেও মুখ্যমন্ত্রী মানিক সরকার চুপ ছিলেন বলে অভিযোগ উঠেছে |
রোজভ্যালি কাণ্ডকে সুকৌশলে প্রচার হাতিয়ার করে বিজেপি ত্রিপুরায় সিপিএমকে নির্বাচনের মুখে যঠেষ্ট বিপাকে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল |
রোজভ্যালি কাণ্ড ভোটের মুখে সিইপিএমকে যঠেষ্ট বেকায়দায় ফেলেছে | রোজভ্যালিতে ৩৫ হাজার কোটি টাকার দুর্নীতিতে লক্ষ্ লক্ষ্ গরীব ও মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন |
সিপিএম নেত্রী বিজিতা নাথ সহ একাধিক দলীয় নেতার বিরুদ্ধে রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ জেনেও মুখ্যমন্ত্রী মানিক সরকার চুপ ছিলেন বলে অভিযোগ উঠেছে |
রোজভ্যালি কাণ্ডকে সুকৌশলে প্রচার হাতিয়ার করে বিজেপি ত্রিপুরায় সিপিএমকে নির্বাচনের মুখে যঠেষ্ট বিপাকে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল |
0 comments:
Post a Comment