তিন বছরের কাজ ১ বছরে , বঙ্গ পঞ্চায়েতের কাজে মুগ্ধ বিশ্বব্যাঙ্ক !!!


Indiapost24 Web Desk : চলতি বছরেই বিশ্বব্যাঙ্কের থেকে রাজ্যের কয়েক হাজার গ্রাম পঞ্চায়েত ১ থেকে দেড় কোটি টাকা করে আর্থিক অনুদান পেতে চলেছে | সেই টাকা উন্নয়নের কাজে লাগাতে পারবে পঞ্চায়েত গুলি |

     এর ফলে যে প্রকল্প ২০২২ সাল পর্যন্ত্য চলার কথা ছিল তা অনেক আগেই শেষ হয়ে যাবে | ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত (আই এস জি পি ) পঞ্চায়েত আধুনিকীকরণ | মোট ১৩৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ছিল বিশ্বব্যাংকের | প্রাথমিক পর্যায়ে ৩৫০ কোটি টাকা হাতে পায় রাজ্য | 

     তা দিয়ে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন , পরিষেবার মান্নোনয়ন এবং স্বচ্ছ পঞ্চায়েত ব্যাবস্থা গড়ে তুলতে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে | বিশ্বব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী ৫০ % গ্রামপঞ্চায়েতকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে | দ্বিতীয় বছরে লক্ষ্যমাত্রা ছিল ৬০ % এবং তৃতীয় বছরে ছিল ৭০ % | 

       কিন্তু এক বছরেই প্রায় ৭০ % লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার | কয়েকদিন আগেই রাজ্যে আই এস জি পির প্রকল্পের কাজ দেখতে এসেছিলেন বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা | পঞ্চায়েতে কাজের সাফল্যে তাঁরাও অভিভূত | পঞ্চায়েত মন্ত্ৰী সুব্রত মুখোপাধ্যায় বলেন , ' আই এস জি পি প্রকল্পে যে ধরণের কাজ হচ্ছে , তাতে আগামী দিনে রাজ্যের পঞ্চায়েত ব্যাবস্থার ভোল পাল্টে যাবে | বিশ্বব্যাঙ্কের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের কাজ দেখে খুশী হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment