পাহাড়ে জলের সমস্যা মেটাতে ঝর্ণাধারা প্রকল্প পাহাড়ে !!!

Sujit Ghose : দীর্ঘদিনের জলের সমস্যা মেটাতে এক নতুন প্রকল্প চালু করার ভাবনা রাজ্য সরকারের | এই প্রকল্পের নাম ঝর্ণাধারা | উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আমাদের জানান  এই অঞ্চলে জলের সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যেই প্রচুর পদক্ষেপ নেওয়া হয়েছে  | 

      পাহাড়ী এলাকায় ঝর্ণাই হল জলের সূত্র | সেই ঝর্ণাটিকে যদি কেটে জনবসতি এলাকায় নিয়ে আসা  যায় তাহলে কিছুটা হলেও পাহাড়ে জলের সমস্যা মিটবে | কারন পাথুরে জমি বলে ওখানে টিউবওয়েল বসানোও জায় না | সেজন্য পাহাড়ের যে ঝর্ণা বিভিন্ন দিকে বইছে সেখান থেকে ডাইভার্ট করে জলটা নিয়ে এসে যেখানে গ্রাম তৈরি হয়েছে সেই এলাকায় পৌঁছে দিলে তাঁদের খাওয়া দাওয়ার সমস্যা কিছুটা হলেও লাঘব হবে | 

    এই প্রকল্প চালু হলে পাহাড়ের পাশাপাশি উত্তরবঙ্গের বিরাট সংখ্যক মানুষ উপকৃত হবেন |  এই প্রকল্প বাস্তবায়িত করতে পাহাড়ী ঝর্ণাগুলির সমীক্ষা করা হবে | ঝর্ণার জল ই পরিশোধন করে সরবরাহ করা হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment