সবুজ ঝরে উড়ে গেল গেরুয়া লাল শিবির

স্নেহাশিষ মুখার্জি : পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড় মাপের জয় পেলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে | ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে কংগ্রেসের মধুসূদন ঘোষ এই কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের মঞ্জু বসুকে হারিয়ে তৃনমূল কংগ্রেসের কাছ থেকে আসনটি কেড়ে নিয়েছিলেন | 

তাঁর মৃত্যুর পর নির্বাচনে প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে জিতলো সুনীল সিং | তিঁনি নিকটতম বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন | তার ব্যাবধান ৬৩ ,০১৮ ভোট প্রত্যাশামতোই নোয়াপাড়া থেকে জয়ী তৃণমূলের সুনীল সিং | নোটায় ভোট পরেছে ৩,৬২৭ | ভোটে জেতার পরেই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন জয়ী তৃনমূল প্রার্থী সুনীল সিং | তিঁনি বলেন যে আরও বেশি মার্জিনে জেতার আশা করেছিলেন |

 অন্যদিক থেকে দলের তরফ থেকে প্রতিক্রিয়া জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন একদিকে কুৎসা ,অপপ্রচার আর অন্নদিকে উন্নয়ন | মানুশ কোনওরকম কুৎসা ও অপপ্রচারে কান না দিয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে তৃণমূলকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন | তিঁনি আরও বলেন এই জয় মা মাটি মানুষের জয় , এই জয় নোয়াপাড়া বাসীর জয় , এই জয় মমতা ব্যানার্জীর জয় | অন্নদিকে বিজেপি , সিপিএম , কংগ্রেসের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া রিগিং ও সন্ত্রাসের দ্বারা জয় পেয়েছে তৃণমূল | তৃণমূল প্রার্থী সুনীল সিং পেয়েছেন ১ লক্ষ্য ১১ হাজার ৭২৯ টি ভোট | 

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮ হাজার ৭১১ টি ভোট | তৃতীয় স্থানে বামজোটের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় পেয়েছেন ৩৫ হাজার ৪৯৭ টি ভোট | অপরদিকে কংগ্রেসের গৌতম বসুর প্রাপ্ত ভোট ১০ হাজার ৫২৭ টি |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment