ফর্সা হওয়ার ক্রিমে চর্মরোগ!!!


Indiapost24 Web Desk : ফর্সা হওয়ার ক্রিম বা লোশন এ অতিরিক্ত পর্যায়ে স্টেরয়েড মেশানো হচ্ছে।  যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। যার ফলে চর্ম রোগের শিকার হচ্ছেন বহু মহিলাই । এর ফলে ত্বকের স্বাভাবিক রঙ নষ্ট হতে পারে ।
ত্বকের রক্তনালী গুলির ক্ষতি হচ্ছে। ত্বকে ব্যকটেরিযাল ও ফাঙগাল  ইনফেকশন  হচ্ছে। এই ধরনের ট্রপিক্যাল  স্টেরয়েড    ব্যবহারের জন্য প্রেসক্রিপশনের প্রয়োজন হয়না তার সুযোগ নিয়ে বিভিন্ন কোম্পানির যথেচ্ছ স্টেরয়েড ব্যবহার করছে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment