মমতার লক্ষ্য ৪০ আসন

NNS : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আগামী লোকসভা নির্বাচনের সময় জাতীয় রাজনিতীতে গুরুত্বপুর্ণ প্রাসঙ্গিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছেন | সেজন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি , সিপিএম , কংগ্রেসকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তৃণমূল সুপ্রিমো | সেইজন্য তিঁনি সর্বস্তরের নেতা , জনপ্রতিনিধি , কর্মি ও সমর্থকদের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করার পাশে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৪২ টি লোকসভা আসনের যত বেশি সম্ভব আসন দখল করে জাতীয় রাজনিতীতে সবচেয়ে বড় আঞ্চলিক শক্তি হিসাবে আত্বপ্রকাশ করার কৌশল নির্ধারণ করে দিয়েছেন |

 সূত্রের খবর যে ডিএমকে , এনসিপি , শিবসেনা , আকালি দল , বিজু জনতা দল , তেলেগু দেশম , এআইএডিএমকে , সমাজবাদি পার্টি , বহুজনসমাজ পার্টি , রাষ্ট্রীয় জনতা দল , সংযুক্ত জনতা দল , দেবগৌরা সংযুক্ত জনতা দল সহ যত আঞ্চলিক দল রয়েছে তাদের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে এইমুহূর্তে তৃণমূল কংগ্রেসই যে সবচেয়ে বড় পার্টি সেবিষয়ে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো | তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট পশ্চিমবঙ্গ থেকে ৪০ আসন দখল করা | 

তৃণমূল কংগ্রেস একক শক্তিতেই যে নির্বাচন লড়বে তা ঘণিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূলের এক শীর্ষ নেতার ধারণা যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও সিপিএম তাঁদের বর্তমান ৪টি আসনেই তৃনমূলের কাছে খোয়াবে | এমনকি কংগ্রেসের অধির চৌধুরি , মৌসম বেনজির নূরেরও জয়ের কোন সম্ভবনা নেই | রাজনৈতিক মহলের মতে জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায় ও দক্ষিণ মালদায় আবু হাসেন খান চৌধুরিই একমাত্র বিরোধী প্রার্থী হিসাবে জয়ের সম্ভবনা আছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment