ওরা শুধু ভাষণ দেয় , আর আমাদের নেত্রী বাংলার মানুষের পাতে রেশন দেয় : অভিষেক বন্দ্যোপাধ্যায়


স্নেহাশিষ মুখার্জি  :তৃণমূল কংগ্ৰেসের বার্ষিক ছাত্র যুব সম্মেলনে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন - মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে | ৭০ লক্ষ্য ছাত্র ছাত্রী সবুজ সাথি সাইকেল পেয়েছে | ৬ বছরে ২৮ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে | ৪৫ লক্ষ্য কন্যাশ্রী , ১ কোটি ৪০ লক্ষ্য সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হোয়েছে | হয়েছে নতুন নতুন অসংখ্য রাস্তাঘাট ,স্কুল কলেজ নির্মাণ ও কর্মসংস্থানও | আর অপরদিকে কেন্দ্রের বিজেপি সরকার , কে কি খাবে, কি পরবে তা ঠিক করে দিচ্ছে | ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চাইছে ওরা | হিন্দু ধর্ম সবাইকে নিয়ে চলতে শেখায় , বিভাজন শেখায় না | বাংলা সংষ্কৃতি, সভ্যতা ও ধর্মনিরপেক্ষতার জ্বলন্ত উদাহরণ |

 বিজেপি চার বছরে হিন্দুধর্মের জন্য কি করেছে একটা উদাহরণ কেউ দিতে পারবেনা | কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেমন  সংখ্যালঘুদের ইমাম দিচ্ছেন তেমনিই দক্ষিনেশ্বরে স্কাই ওয়ার্ক তৈরি করেছেন , গঙ্গাসাগরের পরিবর্তন করেছেন , কপিল মুনির আশ্রম সংস্কার করেছেন | ওরা শুধু ভাষণ দেয় , আর আমাদের নেত্রী বাংলার মানুশের পাতে রেশন দেয় এটাই ওঁদের থেকে আমাদের পার্থক্য যা সাধারণ মানুষজনের কাছে খুবই স্পষ্ট |এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে প্রকাশ্য জনসভায় প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন  প্রধাণমন্ত্রীর অবশ্যই দায়িত্ব নোটবন্দি,জিএসটি , কালো টাকা  একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের কৈফিয়ত দেওয়া ভারতবর্ষের আপামর জনসাধারণের কাছে | 

সাধারণ মানুষের খাওয়ার বিস্কুটের ওপর ১৮ % কর আর ধনীদের সোনার বিস্কুটের ওপর ৩ % কর এই হল মোদীর জনদরদী সরকারের উদাহরণ | এফআরডিআই বিল আনছিল যার ফলে মানুষের গচ্ছিত টাকার ওপর মানুষের কোন অধিকার থাকবে না , যখন তখন সেই টাকা নিয়ে নেবে মোদি সরকার | এই না হলে জনদরদী  সরকার ? ১ টাকা রোজগারের কি মূল্য মোদি সরকার বোঝে না | কারণ ওরা মাঠে ময়দানে নেই , শুধু টিভির পর্দায় আছে | আমরা আমাদের নেত্রীর নির্দেশে সংসদে এর তীব্র  বিরোধিতা করব | এত বড় জনবিরোধী সিদ্ধান্ত স্বাধীনতার পর আর কেউ কোনোদিনও নেয় নি বলে সরাসরি অভযোগ তোলেন তিনি  | এইভাবে এদিন বিজেপির একের পর এক জনবিরোধী নীতির সমালোচনায় মুখর হয় ছাত্র যুব নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment