NNS:ইজরায়েলে দুর্নীতিতে যুক্ত থাকার কথা জোরালো ভাবে অস্বীকার করা হয়েছে রতন টাটার অফিস থেকে। ইজরায়েলের পুলিশ সেদেশের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহুর সঙ্গে দুর্নীতি মূলক কাজে অভিযুক্ত করেছিল ভারতীয় শিল্পপতি রতন টাটা কে। বলা হয়েছিল যে, ইসরায়েল - জডন সীমান্তে অবাধ বাণিজ্য জোন নেতানইয়াহু মিলচানকে সাহায্য করেছেন। তাতেই নাম জড়ায় রতন টাটার। কিন্তু রতন টাটার অফিস থেকে জোরালো ভাষায় এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
ইসরায়েলে দুর্নীতিতে টাটার নাম অভিযোগ ওড়ালেন রতন টাটা !!!
NNS:ইজরায়েলে দুর্নীতিতে যুক্ত থাকার কথা জোরালো ভাবে অস্বীকার করা হয়েছে রতন টাটার অফিস থেকে। ইজরায়েলের পুলিশ সেদেশের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহুর সঙ্গে দুর্নীতি মূলক কাজে অভিযুক্ত করেছিল ভারতীয় শিল্পপতি রতন টাটা কে। বলা হয়েছিল যে, ইসরায়েল - জডন সীমান্তে অবাধ বাণিজ্য জোন নেতানইয়াহু মিলচানকে সাহায্য করেছেন। তাতেই নাম জড়ায় রতন টাটার। কিন্তু রতন টাটার অফিস থেকে জোরালো ভাষায় এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment