ত্রিপুরার পর টার্গেট পশ্চিমববঙ্গ !!!




                                           
                                                                                                             মৃত্যুঞ্জয় সরদার : ত্রিপুরার             
বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ঠ আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন  ত্রিপুরার প্রচার পর্ব শেষ হওয়ার পর এবার পশ্চিমবঙ্গে প্রচার, রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
জানা গেছে যে বিজেপির সভাপতি অমিত শাহ ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে পশ্চিমবঙ্গ শাখার নেতারা অমিত শাহকে নিয়ে দক্ষিনবঙ্গে ও উত্তরবঙ্গে দুটি বড় জনসমাবেশর ভাবনা রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের। পশ্চিমবঙ্গে দলের কর্মীর সমর্থকের ভোকাল টনিক অমিত শাহ রাজ্যে আসছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment