তবে কি এবার বিজেপিতে অনুপম হাজরা ?



মৃত্যুঞ্জয় সরদার :তৃণমূল কংগ্রেসের  বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে দল বিরোধী কাজে লিপ্ত হওয়া ও ফেসবুকে দলের নীতি বিরোধী বক্তব্য রাখার  দায়ে ইতিমধ্যে শোকজ নোটিশ পাঠিয়েছেন। 

      এদিকে রাজনৈতিক মহলে জোর গুজব যে,অনুপম হাজরা চাইছেন যে,দলই তাঁকে বহিস্কার করুক। বীরভূম জেলা তৃনমুল সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে সাংসদ অনুপম হাজরার সাংঘাতিকে কাজে লাগিয়ে বিজেপি অনুপম হাজরাকে দলে টানতে মুকুল রায়কে ব্যবহার করছে এমন অভিযোগ উঠতে শুরু করেছে।

       যদিও অনুপম হাজারা দল ছাড়া বা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাকে পুরোপুরি ভিত্তিহীন রাজনৈতিক প্রচার বলে বর্ণনা করেছেন 

       এদিকে হুগলি জেলার দুই জন তৃণমূল বিধায়ক, এক পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বেশকজন তৃণমূল জনপ্রতিনিধি বিজেপির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখে চলেছে। হুগলি বিজেপি নেতাদের দাবী যে,লোকসভা নিবার্চনের আগে হুগলি জেলার তৃণমূলের অনেক নেতা, পদাধিকারী নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন জেলা তৃণমূলের পক্ষ থেকে যে,কিছু নেতা  ও জনপ্রতিনিধিদের বিজেপি যোগ নিয়ে নজরদারি চালানো হচ্ছে মানছেন দলেরই একাংশ নেতা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment